• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জে শিশুদের মাঝে ধ্রুপদীর শীতবস্ত্র বিতরণ

সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে শিশুদের নিয়ে অবশ্যই কাজ করতে হবে : সহকারী কমিশনার (ভূমি) মমতা আফরিন

প্রকাশ:  ২০ জানুয়ারি ২০১৯, ১১:৩২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ফরিদগঞ্জে শিশু-কিশোরদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন নারীবাদী সংগঠন ধ্রুপদী। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মমতা আফরিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের হাতে শীতের জামা তুলে দেন। তিনি বলেন, ব্যতিক্রমী চিন্তা নিয়ে ধ্রুপদীর পথচলা। তাদের কাজও ব্যতিক্রম। অসহায় শিশুদের নিয়ে সমাজের কেউ তেমন একটা চিন্তা করে না। আমাদের সমাজে বয়স্ক নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হলেও ঝামেলার কথা মাথায় রেখে কেউই শিশুদের নিয়ে চিন্তা করে না। তাই ধ্রুপদীর এ উদ্যোগ অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণ করতে হলে অবশ্যই শিশুদের নিয়ে কাজ করতে হবে।
ধ্রুপদীর সদস্য সচিব খাদিজা আক্তার রিভার পরিচালনায় এবং আহ্বায়ক ফাতেমা আক্তার শিল্পীর সভাপ্রধানে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদ চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক কামরুল হাসান সউদ, ফরিদগঞ্জ লেখক ফোরামের প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক নূরুল ইসলাম ফরহাদ।
গত ১৭ জানুয়ারি বিকেলে ফরিদগঞ্জ লেখক ফোরাম কার্যালয়ে অসহায় শিশু এবং তাদের অভিভাবকদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ধ্রুপদীর অন্য সদস্যদের মধ্যে ছিলেন যুগ্ম আহবায়ক তৃপ্তি মনি, সদস্য রাবেয়া আক্তার, উম্মে হাবিবা, রাশেদা বেগম প্রমুখ।