• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

উদীচীর একাদশ জেলা সম্মেলন ১ ফেব্রুয়ারি

প্রকাশ:  ২০ জানুয়ারি ২০১৯, ১১:২৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চাঁদপুর জেলা সংসদের একাদশ জেলা সম্মেলন উপলক্ষে চিত্রাংকন, সংগীত, আবৃত্তিসহ  সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন স্থানের শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠনের ছাত্র-ছাত্রী ও শিশু-কিশোররা অংশগ্রহণ করে। তাদের ব্যাপক উপস্থিতিতে প্রতিযোগিতা পর্বটি প্রাণবন্ত হয়ে উঠে। গত ১৮ জানুয়ারি সকাল ১০টায় চাঁদপুর হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত প্রতিযোগিতার উদ্বোধন করেন সম্মেলন প্রস্তুতি পরিষদের আহ্বায়ক মোঃ শাহজাহান বাবু। উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সদস্য ও  জেলা সংসদের সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবরের উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য  রাখেন জেলা উদীচীর সহ-সভাপতি অধ্যাপক দুলাল চন্দ্র দাস, সম্পাদক মোঃ মাহমুদ হোসেন, প্রতিযোগিতা পরিষদের আহ্বায়ক নন্দিতা দাস, সদস্য সচিব প্রণব ঘোষ প্রমুখ। এ সময় উদীচী নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন মৈত্রী দত্ত, শুভ দাস, বীরেন সাহা, শিল্পী সরকার, জান্নাতুল ফেরদৌস, দীপান্বিতা দাস লিপি, শুভ অধিকারী, বিটুল দত্ত প্রমুখ।
উদ্বোধনী পর্বে বক্তারা বলেন,  উদীচী শিল্পীগোষ্ঠী সারাদেশে সকলের মাঝে একটি গ্রহণযোগ্য সংগঠন হিসেবে পরিচিতি পেয়েছে। এ সংগঠনটি অসাম্প্রদায়িক চেতনা নিয়ে তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। সংগঠনটি দেশের কথা বলে, অনৈতিক কার্যক্রমের বিরুদ্ধে কথা বলে, সাধারণ মানুষের স্বার্থপরতা সংরক্ষণে কথা বলে। আর তা সম্ভব হচ্ছে দেশের মানুষ এ সংগঠনটিকে ভালোবাসে বলে। বক্তারা সংগঠনের কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, আগামী ১ ফেব্রুয়ারি উদীচী শিল্পীগোষ্ঠী চাঁদপুর জেলা সংসদের একাদশ জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৯টায় চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শুরু হবে উদ্বোধনী পর্ব, আর কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে। সম্মেলনের দিন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।