হাজীগঞ্জে আবাসিক হোটেলসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান


হাজীগঞ্জ বাজারে আবাসিক হোটেল ও খাবার হোটেলে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। আদালত ৪টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৪ হাজার ২শ’ টাকা জরিমানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে সতর্কতামূলক নির্দেশনা প্রদান করে। বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল ইসলাম চৌধুরী।
আদালতের সূত্রে জানা যায়, গণ উপদ্রব সৃষ্টি করায় হাজীগঞ্জ বাজারের শুভ স্টার হোটেলকে নগদ ১ হাজার ও প্রধান সড়কের হাজী সুইটমিটকে ২ হাজার টাকা, কাগজের তৈরি বেশি ওজনের প্যাকেটে ফল বিক্রি করে প্রতারণার দায়ে দেলোয়ার ফল বিতানকে ২শ’ টাকা এবং নিয়ম বহির্ভূতভাবে আবাসিক হোটেল ব্যবসা পরিচালানার দায়ে বিশ^রোডস্থ আলামিন আবাসিক হোটেলকে নগদ ২ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় আদালত জনগণের হাঁটার জন্য তৈরি করা ফুটপাথ দখল করে ব্যবসা পরিচালনাকারী ব্যবসায়ীসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক ও সচেতনতার লক্ষ্যে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল ইসলাম চৌধুরী জানান, আবাসিক হোটেল আলামিন স্কুল-কলেজ পড়–য়া শিক্ষার্থীদের কাছে রুম ভাড়া দেয়া, নিয়ম বহির্ভূতভাবে হোটেল রুম ভাড়া দেয়া, রুম ভাড়ার মূল্য তালিকা টানিয়ে না রাখা, পরিবেশ নোংরা থাকার কারণে ২ হাজার টাকা জরিমানা সহ প্রাথমিকভাবে সতর্ক করে দেয়া হয়েছে মালিক শাহআলমকে। একইভাবে নিরাপদ খাদ্য, খোলা পরিবেশে খাবার সাজিয়ে রাখা আর নোংরা পরিবেশে খাবার হোটেল পরিচালনার দায়ে খাবার হোটেলকেও জরিমানা করা হয়েছে।