• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মজু বেপারী ও শিক্ষা কর্মকর্তা ওহাব মাস্টারের দাফন সম্পন্ন

প্রকাশ:  ১৯ জানুয়ারি ২০১৯, ০৯:৪৫ | আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ০৯:৪৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান ও কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মজু বেপারী এবং সাবেক শিক্ষা কর্মকর্তা আব্দুল ওহাব মাস্টারের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। গতকাল ১৮ জানুয়ারি শুক্রবার বাদ জুমা পুরাণবাজারস্থ পূর্ব শ্রীরামদী ৩নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন জাফরাবাদ মাদ্রাসার মোহতামিম মাওলানা খাজা ওয়ালি উল্যাহ। জানাজার নামাজ শেষে উভয়কে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
    জানাজার নামাজের পূর্বে মরহুমের কর্মময় জীবন নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপু, মরহুম মজু বেপারীর ছোট ভাই নূরুজ্জামান নূরু বেপারী ও মরহুম ওহাব মাস্টারের ছেলে ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বিপ্লব।
    জানাজায় উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, নাগরিক ঐক্যের নেতা অ্যাডঃ ফজলুল হক সরকার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডঃ মোঃ শাহজাহান মিয়া, জেলা আওয়ামী লীগের সদস্য ও ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন গাজী বিল্লাল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মাঝি, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক শাহজাহান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, সদর উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি), জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ রশিদ সর্দার, চাঁদপুর পৌরসভার সচিব আবুল কালাম ভূঁইয়া, প্রধান হিসাবরক্ষক মফিজ উদ্দিন হাওলাদার, প্যানেল মেয়র ছিদ্দিকুর রহমান ঢালী, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর ভূঁইয়া, হাজী আবুল বাশার মিলন, কৃষক লীগ নেতা শাহজাহান চোকদার, জেলা পরিষদের সদস্য মুকবুল মিয়াজী প্রমুখ।
পূর্ব শ্রীরামদী ক্লাবের শোক
    চাঁদপুর পুরাণবাজার পূর্ব শ্রীরামদী ক্লাবের উপদেষ্টাম-লীর সদস্য, সাবেক পৌর প্যানেল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মজু বেপারী এবং ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সংবিধান প্রণেতা, পৌরসভার শিক্ষা কর্মকর্তা আব্দুল ওহাব মাস্টারের মৃত্যুতে পূর্ব শ্রীরামদী ক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। ক্লাবের প্রধান উপদেষ্টা ও চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ, ক্লাবের সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু মাঝি ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুসহ ক্লাবের সকল কর্মকর্তা গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমদের রুহের মাগফেরাত কামনা করেন। এছাড়াও মরহুমদের শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

 

সর্বাধিক পঠিত