চাঁদপুরে ইনার হুইল ডে পালন
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০১৯, ০৯:৪১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল (জেলা-৩২৮) ইনার হুইল ডে উপলক্ষে একটি সেলাই মেশিন, ৩০টি কম্বল ও ৩০টি শীতের শাল বিতরণ করেছে। সহযোগিতায় ছিল ইনার হুইল ক্লাব অব ঢাকা ওয়েস্ট। উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন ক্লাবের প্রেসিডেন্ট নাঈমা মোশাররফ, পিপি মাহমুদা খানম, সেক্রেটারী তাছলিমা মুন্নি, পিপি ফারজানা লাকী, ভাইস প্রেসিডেন্ট রওশন আক্তার, ভাইস প্রেসিডেন্ট তাসনুভা তন্বী, ট্রেজারার আফরোজা খানম, নুরজাহান সেতু, এডিটর মিতু আক্তার, কানিজ লিপিসহ অন্যান্যজন।