• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

তমাল কুমার ঘোষের মাতৃবিয়োগ ॥ বিভিন্ন সংগঠনের শোক

প্রকাশ:  ১৮ জানুয়ারি ২০১৯, ০১:৫৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সহ-সভাপতি ও জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষের মাতা তরঙ্গবালা ঘোষ আর বেঁচে নেই। তিনি গতকাল ১৭ জানুয়ারি দুপুর ২টা ২৫ মিনিটে চাঁদপুর হানী ছিদ্দিক মেমোরিয়াল হাসপাতালে পরলোকগমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি পুত্র অমল কৃষ্ণ ঘোষ, তমাল কুমার ঘোষ, বাবুল  কৃষ্ণ ঘোষ, শ্যামল কৃষ্ণ ঘোষ, কন্যা বকুল ঘোষ, খুকু ঘোষ, দিপালী ঘোষ, পুত্রবধূ, নাতি, নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে যান। বিকেল পৌনে ৪টায় তার মরদেহ পুরাণবাজার ঘোষপাড়া নিজ বাড়িতে নিয়ে আসা হলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। এ সময় আত্মীয়-স্বজন, পাড়া প্রতিবেশী, পুত্রবধূসহ অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন।
প্রয়াত তরঙ্গবালা জীবদ্দশায় লোক চক্ষুর অন্তরালে অনেক অসহায় মানুষের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন নীরবে নিভৃতে। তিনি ভালোবাসতেন অসহায় গরীব-দুঃখী মানুষদেরকে। একজন পরোপকারী নারী হিসেবে এলাকায় তাঁর সুনাম ছিল প্রচুর। তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাঁকে শেষবারের মত এক নজর দেখার জন্য নারী-পুরুষ অনেকেই তাঁর বাড়িতে ছুটে আসেন। ছুটে আসেন চাঁদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জেআর ওয়াদুদ টিপু, সন্তোষ চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, সদস্য আইউব আলী বেপারী, জেলা যুবলীগ নেতা মাহফুজুর রহমান টুটুল, পৌর প্যানেল মেয়র ছিদ্দিকুর রহমান ঢালী, পৌর কাউন্সিলর মোহম্মদ আলী মাঝি, মামুনুর রহমান দোলন, চাঁদপুর চেম্বার অব কমার্সের পরিচালক সালাউদ্দিন মোহাম্মদ বাবর, মাইনুল ইসলাম কিশোর, আলহাজ্ব আঃ মালেক খন্দকার, মোঃ হযরত আলী, গোপাল সাহা, চাঁদপুর হরিবোলা সমিতির সভাপতি অজয় কুমার ভৌমিক, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, সাধারণ সম্পাদক অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, জেলা পূজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি প্রফেসর রনজিত কুমার বণিক, নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, জেলা জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সহ-সভাপতি বিমল চৌধুরী, সাধারণ সম্পাদক অরুপ কুমার শ্যাম, সদস্য মানিক লাল মজুমদার, বিকাশ মজুমদার টিটু, লিটন সাহা, লিটন মজুমদার, রণজিত সাহা মুন্না, জুয়েল কান্তি নন্দু, গৌতম কুমার ঘোষ, হিন্দু- বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ পৌর কমিটির সভাপতি রোটাঃ রিপন সাহা, সহ-সভাপতি লিটন সাহা, পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণেশ চন্দ্র দাস, সাবেক প্রধান শিক্ষক সূর্য কুমার নাথ, সহকারী শিক্ষক গোপাল ঘোষ, দিলীপ  দেবনাথ, দুলাল চন্দ্র রায়, সদর উপজেলা পূজা পরিষদের সভাপতি সুশীল সাহা, সদর উপজেলা পূজা পরিষদ ও চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর, হানী ছিদ্দিক মেমোরিয়াল হস্পিটালের পরিচালক ডাঃ এসএম মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। পূজা উদ্যাপন পরিষদ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ, চাঁদপুর চেম্বার অব কমার্সসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রয়াতের প্রতি ফুলেল শ্রদ্ধা জানানো হয়। রাতেই পারিবারিক  শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

চাঁদপুর চেম্বার অব কমার্সের শোক
তমাল কুমার ঘোষের মাতা তরঙ্গবালার মৃত্যুতে ব্যবসায়ীদের বৃহৎ সংগঠন চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ¦ মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিমসহ সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন। এক শোক বার্তায় তিনি বলেন, চেম্বারের সহ-সভাপতি তমাল কুমার ঘোষের রতœগর্ভা মায়ের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। পরিবারটি যেন সহসা এ শোক কাটিয়ে উঠতে পারেন। তিনি প্রয়াতের আত্মার সদ্গতি কামনা করেন।
চাঁদপুর ডায়াবেটিক সমিতি শোক
চাঁদপুর ডায়াবেটিক সমিতির পরিচালনা পর্ষদের সদস্য তমাল কুমার ঘোষের মাতা তরঙ্গবালার মৃত্যুতে সমিতির সাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিমসহ সমিতির সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
চাঁদপুর রোটারী ক্লাবের শোক
চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সভাপতি রোটাঃ তমাল কুমার ঘোষের মাতা তরঙ্গবালার মৃত্যুতে চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি রোটাঃ অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু ও  সাধারণ সম্পাদক রোটাঃ খোরশেদ আলম পাটওয়ারীসহ ক্লাবের সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেন। এক শোক বার্তায় রোটাঃ তমাল কুমার ঘোষের মায়ের মৃত্যুতে শোক জানান এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
কমিউনিটি পুলিশিংয়ের শোক
চাঁদপুর জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সহ-সভাপতি তমাল কুমার ঘোষের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সভাপতি ডাঃ মোঃ এ কিউ রুহুল আমিন, সহ-সভাপতি কাজী শাহাদাত, সাধারণ সম্পাদক সুফী খায়রুল আলম খোকনসহ সংশ্লিষ্ট সকলে।
পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয় শিক্ষকবৃন্দের শোক
পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রোটাঃ তমাল কুমার ঘোষের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণেশ চন্দ্র দাসসহ সহকারী শিক্ষকবৃন্দ। তারা এক শোক বার্তায় বলেন, একজন আদর্শ মা ও শিক্ষানুরাগী ছিলেন বলেই তার ছেলে তমাল ঘোষ একজন আদর্শ মানুষ হিসেবে সমাজের কল্যাণে ও শিক্ষাবিস্তারে কাজ করতে পারছেন। আমরা তাঁর মায়ের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তিনি যেন স্বর্গবাসী হন। আমরা তার আত্মার সদ্গতি কামনা করছি। তাঁর পরিবার যেন এ শোক কাটিয়ে উঠতে পারে সহসাইÑএ কামনাও করছি।

 

সর্বাধিক পঠিত