চাঁদপুর সদর ও হাইমচরে সদ্য প্রয়াত মুক্তিযোদ্ধাদের কবরে সুজিত রায় নন্দীর শ্রদ্ধা নিবেদন
বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী চাঁদপুর সদর ও হাইমচরের সদ্য প্রয়াত বেশ ক’জন বীর মুক্তিযোদ্ধার কবরে শ্রদ্ধা নিবেদন ও তাদের পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছেন।
তিনি গতকাল ১৬ জানুয়ারি বুধবার সকালে হাইমচরের সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম আখন্দের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং পরে তার শোকাহত পরিবারের সাথে সাক্ষাৎ করেন। এরপর পর্যায়ক্রমে বীর মুক্তিযযোদ্ধা মরহুম হারুন মাস্টার, মুক্তিযোদ্ধা আব্দুল আউয়াল মুন্সী, মুক্তিযোদ্ধা নূরে আলম মাস্টারের পরিবারের সাথে দেখা করেন ও তাদের কবরে শ্রদ্ধাঞ্জলী প্রদান করেন।
বিকেলে জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ও জেলা আওয়ামী লীগ নেতা সদ্য প্রয়াত রনজিত চাকীর শোকাহত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে তাদের সান্ত¡না এবং নগদ অর্থ প্রদান করেন।
সুজিত রায় নন্দীর সাথে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা হাফিজ মাস্টার, মুক্তিযোদ্ধা খোকন মজুমদার, মুক্তিযোদ্ধা শাহিন শাহ, মুক্তিযোদ্ধা নেছার আহমেদ, মুক্তিযোদ্ধা রুহুল আমিন, মুক্তিযোদ্ধা শাহআলম, জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক নূরুল ইসলাম মিজি, শহর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ দেবাশীষ কর মধু, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এসএম জয়নাল আবেদীন, হাইমচর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা সর্দার, হাইমচর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ছাত্তার বেপারী, হাইমচর উপজেলা যুবলীগ নেতা ইকবাল হোসেন লিটন, হাইমচর উপজেলা আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান বেগ প্রমুখ।