জেলায় শ্রেষ্ঠ হলেন ফরিদগঞ্জের ওসি হারুন অর রশিদ
চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় ২০১৮ সালের নভেম্বর মাসে কর্মদক্ষতায় ও আইনশৃঙ্খলা, অপরাধ নিয়ন্ত্রণসহ সকল বিষয় বিবেচনায় জেলার শ্রেষ্ঠ ওসি হলেন ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মুহাম্মদ হারুন অর রশিদ চৌধুরী। দক্ষতা, সততা ও সাহসিকতার জন্য জেলার মাসিক অপরাধ ও কল্যাণ সভায় তিনি সার্বিক বিষয়ে এ পুরস্কার পান।
চাঁদপুরের পুলিশ সুপার মোঃ জিহাদুল কবির (পিপিএম)-এর হাত থেকে তিনি এ পুরস্কার গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ ও সিনিয়র পুলিশ সদস্যগণ।
পুরস্কারপ্রাপ্তির পর তিনি জানান, সন্ত্রাস ও মাদক নিয়ন্ত্রণে তার এ অভিযান অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, ওসি হারুন অর রশিদ চৌধুরী ফরিদগঞ্জ থানায় যোগদানের পর থেকে জঙ্গি দমন ও মাদক নির্মূল করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।