• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

জেলা পর্যায়ে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও ইএএলজি প্রকল্পের বার্ষিক সমন্বয় কর্মশালা

পিছিয়েপড়া জনগোষ্ঠীর জন্যে জনপ্রতিনিধিদেরও আন্তরিকতার সাথে কাজ করতে হবে : জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান

প্রকাশ:  ১৫ জানুয়ারি ২০১৯, ১১:২৩ | আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ১১:২৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 ‘কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি)’ প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও ইএএলজি প্রকল্পের বার্ষিক সমন্বয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৪ জানুয়ারি সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)’র কারিগরি সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান।
    তিনি তাঁর বক্তব্যে বলেছেন, চাঁদপুরকে সুন্দরভাবে অলঙ্কৃত করতে জনসেবার মান বাড়াতে হবে। পিছিয়েপড়া জনগোষ্ঠীর জন্যে সরকারি কর্মকর্তাদের মতো এখন থেকে জনপ্রতিনিধিদেরও আন্তরিকতার সাথে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক কাজ করতে হবে। সোনার বাংলা গড়তে নারী কর্মকর্তাদেরও এগিয়ে যেতে হবে। আপনাদের জন্যে আরো প্রকল্প আসবে। সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে স্থানীয় সরকার আরো শক্তিশালী হবে।
    কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ শওকত ওসমানের সভাপ্রধানে ও ইএএলজি প্রকল্পের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর নূর উদ্দিন মামুনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা পরিষদ সচিব মোহাম্মদ মিজানুর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটোয়ারী, সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী আফরোজ, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কান্তি বসাক, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শফিউদ্দিন, পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, জেলা ক্যাব সভাপতি জীবন কানাই চক্রবর্তী, স্থানীয় সরকারের ইএএলজি প্রকল্পের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর এএসএম শাহরিয়ার রহমান, নিকোলাস বিশ্বাস, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মহিউদ্দিন আহমেদ, বাগাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেলায়েত হোসেন বিল্লাল, রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা, জেলা বাপসা’র সাধারণ সম্পাদক মোঃ কুদ্দুস আখন্দ রোকন প্রমুখ।
    কর্মশালায় কার্যকর ও জবাবদিহিতামূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি এবং ইএএলজি প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

সর্বাধিক পঠিত