• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

জেলা দ্রব্যমূল্য সংক্রান্ত কমিটির সভা

প্রকাশ:  ১৫ জানুয়ারি ২০১৯, ১১:২১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর জেলা দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা গতকাল সোমবার বিকেলে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান বলেন, চাঁদপুরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে হবে। এতে সকলে আন্তরিকতার সাথে সহযোগিতা করতে হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এতে কাউকে ছাড় দেয়া হবে।
    অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওচমানের পরিচালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জামাল হোসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল মোতালেব, জেলা পরিসংখ্যান অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক আবু খালেদ মোঃ ছাইফ উল্লাহ, চাঁদপুর ক্যাবের সভাপতি জীবন কানাই চক্রবর্তী, জেলা ভারপ্রাপ্ত মার্কেটিং কর্মকর্তা এনএম রেজাউল ইসলাম, ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক মোখলেছুর রহমান, কৃষি অধিদপ্তরের উপ-সহকারী পরিচালক নরেন্দ্র চন্দ্র দাস, জেলা অটো রাইস মিল মালিক সমিতির আহ্বায়ক মোঃ আবদুর রহিম সরকার, সাবেক সভাপতি পরেশ চন্দ্র মালাকার প্রমুখ।
    উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সভায় বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

 

 

সর্বাধিক পঠিত