মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদের কম্বল বিতরণ


মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুর আহমদ নিজ অর্থায়নে অসহায় গরিব শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন। গতকাল সোমবার উপজেলার বিভিন্ন স্থানে তিনি এ কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান, ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন মুন্সী, ইউপি সদস্য সালাউদ্দিন, মোঃ ইউনুস রুবেল বাবু প্রমুখ।
কম্বল বিতরণকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আহমদ বলেন, প্রতি বছরই আমি শীতার্তদের নিজ অর্থায়নে কম্বল বিতরণ করে থাকি। এরই অংশ হিসেবে আজকের এই বিতরণ। আমি চেষ্টা করি অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াতে। এছাড়া শিক্ষাবৃত্তি ও বিতর্ক বৃত্তি প্রদান করে আসছি।