• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

করফুলেন্নেছা সরকারি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

প্রকাশ:  ১৪ জানুয়ারি ২০১৯, ১০:০৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

শাহরাস্তির করফুলেন্নেছা সরকারি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। গত ১০ জানুয়ারি সকালে কলেজ মাঠে বার্ষিক এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উৎপলা রাণী পালের সভাপতিত্বে¡ ও সহকারী অধ্যাপক একেএম মাহবুবুল হকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান উল্লাহ চৌধুরী ও কলেজের সাবেক অধ্যক্ষ লায়লা আর্জুমান্দ বানু। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন সেশনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক, অভিভাবক সদস্য ও শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বড়কুল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়কের পদত্যাগ
কামরুজ্জামান টুটুল ॥ হাজীগঞ্জের ৬নং বড়কুল পূর্ব ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ হাছান মিজি দল ও দলের পদ থেকে পদত্যাগ করেছেন। গত ৬ জানুয়ারি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন হাছান মিজি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে ও বিএনপির রাজনীতির সাথে দীর্ঘদিনের জড়িত ব্যবসায়ী হাছান মিজি অসুস্থতার কারণ দেখিয়ে গত ৬ জানুয়ারি দল ও দলের পদ থেকে পদত্যাগ করেছেন। এক প্রতিক্রিয়ায় মোঃ হাছান মিজি বলেন, এখন থেকে আমি আর বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত নই।

 

সর্বাধিক পঠিত