• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

বিষ্ণুদীতে আনোয়ারা মতিউর মহিলা মাদ্রাসায় ছবক

প্রকাশ:  ১৩ জানুয়ারি ২০১৯, ১৪:২৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডের বিষ্ণুদী জিটি রোডস্থ (সামু গাজী বাড়ি) আনোয়ারা মতিউর মহিলা মাদ্রাসার ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ১১ জানুয়ারি শুক্রবার সকালে মাদ্রাসা মিলনায়তনে এ ছবক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার। বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ মিজানুর রহমান গাজীর সভাপ্রধানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর ১৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মালেক বেপারী, মডার্ন শিশু একাডেমির অধ্যক্ষ ওমর ফারুক, আল-আমিন জামে মসজিদের যুগ্ম সম্পাদক মোঃ মুখলেছুর রহমান তালুকদার, পৌর ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আবদুর রহমান তালুকদার, যুগ্ম সম্পাদক মোঃ নূরে আলম আখন্দ প্রমুখ।
    মাদ্রাসার পরিচালক মাওঃ মোঃ আবদুর রহমান গাজীর সঞ্চালনায় মিলাদ-কিয়াম পরিচালনা করেন মাওঃ আনোয়ার হোসেন বুলবুলী। দোয়া ও মোনাজাত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
    উপস্থিত ছিলেন হাফেজ মোঃ সেকান্দর, মাদ্রাসার সদস্য মোঃ আতাউর রহমান মামুন, এডভেঞ্চার বয়েজের সভাপতি জিএম জাহিদুল ইসলাম, জেলা ছাত্রলীগ নেতা জিএম রাকিব হোসাইন, মোঃ শাওন খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।