বঙ্গবন্ধু ও তাঁর পরিবার নিয়ে লেখা বইয়ের মোড়ক উম্মোচন করলেন নূরুল আমিন রুহুল এমপি
মতলব উত্তর উপজেলার নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় মাঠে চাঁদপুর-২ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডঃ নূরুল আমিন রুহুলকে গতকাল ১২ জানুয়ারি বিকেলে এলাকাবাসীর পক্ষ থেকে গণসংবর্ধনা দেয়া হয়। এ সংবর্ধনা অনুষ্ঠানের একটি অংশে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের আজীবন সদস্য ইঞ্জিঃ মোঃ কুদ্দুছুর রহমানের লেখা ও প্রকাশিত ‘ক’ কুটির’ ও ‘জননেত্রী থেকে দেশরতœ’ এ দুটি বইয়ের মোড়ক উন্মোচন করেন এমপি নূরুল আমিন রুহুল। এ বই দুটিতে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের রাজনীতি এবং মহান স্বাধীনতা যুদ্ধের চিত্র ফুটে উঠেছে।
অনুষ্ঠানে মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আহমেদ মনজু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ রুহুল আমিন, সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুছসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।