• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর রোটারী ক্লাবের নিয়মিত সাপ্তাহিক সভায় ক্লাব সদস্যবৃন্দ

রোটাঃ পরেশ সাহা ছিলেন নিভৃতচারী সমাজসেবী

প্রকাশ:  ১২ জানুয়ারি ২০১৯, ১৩:৪৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর রোটারী ক্লাবের নিয়মিত সাপ্তাহিক সভা ১১ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা ৭টায় রোটারী ভবনে অনুষ্ঠিত হয়। ক্লাব সভাপতি রোটাঃ অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবুর সভাপ্রধানে উক্ত সভাটি রোটাঃ পরেশ সাহার মৃত্যুতে শোকসভায় পরিণত হয়। সভায় বক্তাগণ বলেন, পরেশ সাহা ছিলেন একজন নিভৃতচারী সমাজসেবী। কুমিল্লার স্থায়ী বাসিন্দা হয়েও তিনি ব্যবসায়িক উদ্দেশ্য চাঁদপুরে স্থায়ী হন। তিনি তাঁর পরম শুভাকাক্সক্ষী রোটাঃ পিপি সুভাষ চন্দ্র রায়ের অনুপ্রেরণায় বিভিন্ন ধর্মীয় ও সেবামূলক সংগঠনের সাথে জড়িত হন। বক্তাগণ আরও বলেন, তিনি কখনো নিজেকে প্রকাশের জন্যে সমাজসেবা করেননি। তিনি নিজের তাগিদ থেকেই সমাজসেবা করেছেন।
    সভায় বক্তব্য রাখেন রোটাঃ পিপি অ্যাডঃ জামিল হায়দার বুলবুল, রোটাঃ পিপি কাজী শাহাদাত, রোটাঃ পিপি আলহাজ্ব আবুল কাশেম গাজী, রোটাঃ অ্যাডঃ পলাশ মজুমদার ও রোটাঃ গোপাল সাহা।
    সভায় ক্লাবের সাবেক সভাপতি রোটাঃ পিপি প্রকৌঃ জয়নাল আবেদীনকে জন্মদিনের শুভেচ্ছা জানান ক্লাব সদস্যবৃন্দ। তিনি আমেরিকায় অবস্থান করায় তাঁর পক্ষে রোটাঃ কাজী শাহাদাতসহ অন্য সদস্যরা ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন।
    সভায় উপস্থিত ছিলেন রোটাঃ পিপি অধ্যাপক মোঃ জাকির হোসেন, রোটাঃ পিপি নজরুল আমিন চৌধুরী সাজু, রোটাঃ অধ্যাপক মোঃ গোলাম মোস্তফা, রোটাঃ পিপি আলহাজ্ব মোঃ হাফিজ মিয়া, রোটাঃ হযরত আলী, রোটাঃ শেখ মঞ্জুরুল কাদের সোহেল, রোটাঃ নাছির খান, রোটাঃ খোরশেদ আলম পাটওয়ারী কাঞ্চন, রোটাঃ শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন, রোটাঃ মোস্তফা ফুল মিয়া, রোটাঃ উজ্জ্বল হোসাইন, রোটাঃ মাহবুবুর রহমান সেলিম, রোটাঃ মাহবুবুর রহমান সুমন, রোটাঃ গোপাল সাহা, রোটাঃ সদরুদ্দিন আহমেদ, রোটাঃ অ্যাডঃ শাহাদাত হোসেন, রোটাঃ মোঃ রফিকুল ইসলাম, রোটাঃ অধ্যাপক হাবিবুর রহমান পাটওয়ারী, রোটাঃ জুয়েল হাসান প্রমুখ। একইদিন ক্লাবের ৫ম বোর্ড সভা অনুষ্ঠিত হয়।

 

সর্বাধিক পঠিত