• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষামন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা

প্রকাশ:  ১২ জানুয়ারি ২০১৯, ১১:৪৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ফেডারেশন চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনিযুক্ত শিক্ষামন্ত্রী, চাঁদপুর-৩ আসনের পর পর তিনবারের নির্বাচিত সংসদ সদস্য ডাঃ দীপু মনিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গত ১০ জানুয়ারি বৃহস্পতিবার রাতে শিক্ষামন্ত্রীর চাঁদপুর শহরস্থ বাসভবনে সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে এ ফুলেল শুভেচ্ছা জানান। সংগঠনের জেলা সভাপতি আলহাজ¦ মাওঃ মোঃ জিয়াউদ্দিন খন্দকার ও সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে ননএমপিও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও কর্মচারীগণ এ ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন পূর্ব বড়ালী শাহজাহান কবির উবির প্রধান শিক্ষক নেছার আহমাদ, হাজী সেলিম উবির প্রধান শিক্ষক মোঃ তছলিমসহ বিভিন্ন উপজেলার শিক্ষক-কর্মচারী বিশেষ করে আনোয়ারা ইসলাম দাখিল মাদ্রাসার শিক্ষক-কর্মচারীগণ।
    নেতৃবৃন্দ সকল ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার জন্যে মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনিকে অনুরোধ জানান। নেতৃবৃন্দ প্রত্যাশা করেন, শিক্ষামন্ত্রী চলতি বছরের জুন মাসের আগেই সকল ননএমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করবেন।

সর্বাধিক পঠিত