ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষামন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা


ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ফেডারেশন চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনিযুক্ত শিক্ষামন্ত্রী, চাঁদপুর-৩ আসনের পর পর তিনবারের নির্বাচিত সংসদ সদস্য ডাঃ দীপু মনিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গত ১০ জানুয়ারি বৃহস্পতিবার রাতে শিক্ষামন্ত্রীর চাঁদপুর শহরস্থ বাসভবনে সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে এ ফুলেল শুভেচ্ছা জানান। সংগঠনের জেলা সভাপতি আলহাজ¦ মাওঃ মোঃ জিয়াউদ্দিন খন্দকার ও সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে ননএমপিও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও কর্মচারীগণ এ ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন পূর্ব বড়ালী শাহজাহান কবির উবির প্রধান শিক্ষক নেছার আহমাদ, হাজী সেলিম উবির প্রধান শিক্ষক মোঃ তছলিমসহ বিভিন্ন উপজেলার শিক্ষক-কর্মচারী বিশেষ করে আনোয়ারা ইসলাম দাখিল মাদ্রাসার শিক্ষক-কর্মচারীগণ।
নেতৃবৃন্দ সকল ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার জন্যে মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনিকে অনুরোধ জানান। নেতৃবৃন্দ প্রত্যাশা করেন, শিক্ষামন্ত্রী চলতি বছরের জুন মাসের আগেই সকল ননএমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করবেন।