• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

‘চাঁদপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অনেক ভাগ্যবান’

প্রকাশ:  ১১ জানুয়ারি ২০১৯, ০০:৪৭ | আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ০০:৫১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

‘আজ ১০ জানুয়ারি সারাদেশে মেডিকেল কলেজে ১ম বর্ষ এমবিবিএস কোর্সের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন হচ্ছে। কিন্তু দেশের অন্য কোনো মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সৌভাগ্য হয় নি এ শিক্ষাজীবনের প্রথমদিন শিক্ষামন্ত্রীর হাত থেকে ফুলের শুভেচ্ছা নেয়া। যে সৌভাগ্যের অধিকারী আজ চাঁদপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীরা হলো। এ কলেজের শিক্ষার্থীরা সত্যিই ভাগ্যবান যে, মেডিকেলে শিক্ষাজীবনের প্রথমদিনেই মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি নিজে একে একে প্রত্যেক শিক্ষার্থীর হাতে ফুল দিয়ে তাদেরকে বরণ করে নিয়েছেন। এই বিরল সৌভাগ্য তোমাদের জীবনের একটি ইতিহাস।’


    চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খানসহ আরো কয়েকজন অতিথি তাঁদের বক্তব্যকালে উপরোক্ত কথাগুলো বলেন। গতকাল ১০ জানুয়ারি বৃহস্পতিবার চাঁদপুর মেডিকেল কলেজের ১ম বর্ষ এমবিবিএস কোর্সের শিক্ষার্থীদের পরিচিতি সভার প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এ কলেজের ৫০জন শিক্ষার্থীর প্রত্যেকের কাছে গিয়ে তাদের হাতে হাতে ফুল দিয়ে বরণ করে নেন। আর এর দ্বারা প্রত্যেকে ডাঃ দীপু মনির পরম মমতা এবং ঔদার্যতায় আকৃষ্ট হলেন।

 

সর্বাধিক পঠিত