• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর মেডিকেল কলেজের ১ম বর্ষ শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করলেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি

প্রকাশ:  ১১ জানুয়ারি ২০১৯, ০০:৪৩ | আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ০০:৪৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর জেলাবাসীর কাক্সিক্ষত স্বপ্ন ‘চাঁদপুর মেডিকেল কলেজে’র পথচলার প্রথমদিন তথা ১ম বর্ষ এমবিবিএস কোর্সের শিক্ষার্থীরা খুবই আনন্দিত। এ শিক্ষাজীবনের প্রথমদিনেই বাংলাদেশের রাজনীতিতে এক উজ্জ্বল নক্ষত্র সাবেক সফল পররাষ্ট্রমন্ত্রী এবং বর্তমানে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি নিজে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন। এটি তাদের মেডিকেল শিক্ষাজীবনে উল্লেখযোগ্য একটি ইতিহাস হয়ে থাকবে।
    গতকাল বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর মেডিকেল কলেজের ১ম বর্ষ এমবিবিএস কোর্সের শিক্ষার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। কলেজের অস্থায়ী ক্যাম্পাস আড়াইশ’ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। অনুষ্ঠানের সভাপ্রধান চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ জামাল সালেহ উদ্দিন স্বাগত বক্তব্য রাখেন। তাঁর বক্তব্যের পর উপস্থাপক ডাঃ পীযূষ কান্তি বড়–য়া ঘোষণা দেন, ‘এখন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির পক্ষ থেকে মেডিকেল কলেজের অধ্যক্ষ সকল শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেবেন। এ ঘোষণার পর পরই অধ্যক্ষ জামাল সালেহ উদ্দিন রজনীগন্ধার কয়েকটি স্টিক এবং একগুচ্ছ গোলাপ ফুল দিয়ে শিক্ষার্থীদের বরণ করতে দর্শক সারিতে বসা শিক্ষার্থীদের সামনে যান এবং কয়েকজনকে বরণও করে নেন। আর এ মুহূর্তেই অনুষ্ঠান মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি নিজেই শিক্ষার্থীদের বরণ করে নেয়ার ইচ্ছা পোষণ করলেন। যেই ইচ্ছা, সেই কাজ। শিক্ষামন্ত্রী মঞ্চ থেকে নেমে প্রত্যেক শিক্ষার্থীর কাছে গিয়ে নিজেই প্রত্যেকের হাতে ফুল তুলে দিয়ে তাদেরকে বরণ করে নেন। এতে শিক্ষার্থীরা খুবই আনন্দিত হয়। তাদের অনেকেই শিক্ষামন্ত্রীর সাথে তখন সেলফি তুলে।

 

সর্বাধিক পঠিত