কাল মুক্তিযোদ্ধা বিবি দাসের আদ্যশ্রাদ্ধানুষ্ঠান
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০১৯, ১০:২৭
নিজস্ব প্রতিবেদক


কাল ১০ জানুয়ারি বৃহস্পতিবার (২৫ পৌষ ১৪২৫ বাংলা) স্বর্গীয় মুক্তিযোদ্ধা ব্রজ বল্লব দাস (বিবি দাস)-এর আদ্যশ্রাদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হবে। শহরের কালীবাড়ি মন্দিরে দুপুর সাড়ে ১২টায় এ শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে আমন্ত্রিত সকলকে উপস্থিত থেকে অন্নগ্রহণপূর্বক স্বর্গীয় বিবি দাসের আত্মার সদ্গতি ও চিরশান্তি কামনা করার জন্যে তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
বিনয়াবণত : শ্রিপ্রা দাস