• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনিকে সংবর্ধনায় চেম্বার নেতৃবৃন্দের প্রস্তুতি সভায় বক্তাগণ

তিনি চাঁদপুর নয়, সমগ্র বাংলাদেশকে গৌরবান্বিত করেছেন

প্রকাশ:  ০৮ জানুয়ারি ২০১৯, ২২:৫৮
স্টাফ রিপোর্টার ॥
প্রিন্ট

 চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে পর পর তিনবারের নির্বাচিত সংসদ সদস্য আলহাজ¦ ডাঃ দীপু মনিকে বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী করায় চাঁদপুরে আনন্দের জোয়ার বইছে। এরই অংশ হিসেবে চাঁদপুর চেম্বার অব কমার্সের উদ্যোগে মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনিকে সংবর্ধনা দেয়ার জন্যে ৭ জানুয়ারি মঙ্গলবার পুরাণবাজারস্থ চেম্বার কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চেম্বারের সভাপতি আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিমের সভাপ্রধানে অনুষ্ঠিত এ সভায় নেতৃবৃন্দ বলেন, দীপু মনি শুধু চাঁদপুর নয়, সমগ্র বাংলাদেশকে গৌরবান্বিত করেছেন। তিনি দেশের প্রথম নারী শিক্ষামন্ত্রী। এছাড়াও চাঁদপুর তথা চেম্বার অব কমার্সের প্রয়োজনে যখন যে কাজের জন্যে আমরা তাঁর কাছে গিয়েছি, তিনি সে কাজ দ্রুততার সাথে করে দিয়েছেন। তাঁর দক্ষ নেতৃত্বে ও ঐকান্তিক প্রচেষ্টায় চাঁদপুরে নদীভাঙ্গন রোধ, বিদ্যুৎ সমস্যা নিরসন, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন, মেডিকেল কলেজ স্থাপন, সড়ক উন্নয়ন, স্বাস্থ্য খাতে উন্নয়ন, মেরিন একাডেমী নির্মাণ, আশ্রয়ন প্রকল্প নির্মাণসহ অনেক উন্নয়ন হয়েছে। তাই মাননীয় প্রধানমন্ত্রী এবার তাঁকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন।
সভায় জানানো হয়, আগামীকাল ১০ জানুয়ারি মাননীয় শিক্ষামন্ত্রী চাঁদপুরে আসলে তাঁর সাথে আলোচনা করে সংবর্ধনার সময় নির্ধারণ করা হবে।
সভায় উপস্থিত ছিলেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়, সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, পরিচালক হযরত আলী, জামাল হোসেন প্রমুখ।

সর্বাধিক পঠিত