• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর সদর মডেল থানার ওপেন হাউজ ডে

সকলের সহযোগিতা নিয়ে নিরাপদ চাঁদপুর শহর গড়ে তুলবো : অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন

প্রকাশ:  ০৮ জানুয়ারি ২০১৯, ১০:৩৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিনের সভাপতিত্বে গতকাল সোমবার বিকেলে থানার হলরুমে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন বলেন, আপনাদের সকলের সহযোগিতা নিয়ে নিরাপদ চাঁদপুর শহর হিসেবে গড়ে তোলার চেষ্টা করবো। কমিউনিটি পুলিশিংয়ের সহযোগিতায় ইতিমধ্যে চাঁদপুরে ব্যাপক কাজ হয়েছে। বিশেষ করে অপরাধমূলক কর্মকা- অনেকটা কমেছে। আগামীতে এ কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে এবং চাঁদপুর শহরের সুধীজনকে নিয়ে অপরাধমূলক কর্মকা-ের বিরুদ্ধে আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবো। ইতিমধ্যে চাঁদপুর শহরে যেসব চুরির ঘটনা ঘটেছে, আমরা চাঁদপুর মডেল থানার পুলিশ অপরাধীদের আটক করার জন্যে সোচ্চার ভূমিকা পালন করছি। চাঁদপুরকে মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও জঙ্গিমুক্ত করতে কমিউনিটি পুলিশিং কর্মকর্তাদের সাথে নিয়ে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলবো। চাঁদপুরকে সম্পূর্ণভাবে অপরাধমুক্ত করতে আমরা আপনাদের সহযোগিতা নিয়ে কাজ করবো।
    অনুষ্ঠান পরিচালনা করেন চাঁদপুর সদর মডেল থানার ইন্সপেক্টর (ইন্টিলেজেন্স) মনির আহম্মেদ।  পুলিশ পরিদর্শক (নিঃ) অপারেশন এন্ড কমিউনিটি পুলিশিং (সিপিআই) মোঃ আবদুর রবের সার্বিক ব্যবস্থাপনায় আরো বক্তব্য রাখেন কমিউনিটি পুলিশিং চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক সুফী খায়রুল আলম খোকন, সদর উপজেলার সভাপতি আলহাজ¦ সালেহ উদ্দিন আহমেদ জিন্নাহ, সাধারণ সম্পাদক ওমর ফারুক, পৌর কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক শাহেদুল হক মোর্শেদ, সহ-সভাপতি জামাল হোসেন, সদর উপজেলা কমিটির সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, পৌর কাউন্সিলর ফরিদা ইলিয়াস, কমিউনিটি পুলিশিং অঞ্চল-১ এর সভাপতি সিরাজুল ইসলাম সিরু মিজি, সাধারণ সম্পাদক শাহ মোঃ জাহাঙ্গীর, সহ-সভাপতি চাঁন মিয়া মাঝি, অঞ্চল-৪ এর সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাবুল, অঞ্চল-৫ এর সহ-সভাপতি সামসুল হক পাটওয়ারী, অঞ্চল-৬ এর সাধারণ সম্পাদক কাজী বেনজীর আহমেদ, অঞ্চল-৬ এর প্রচার সম্পাদক মাওঃ আব্দুর রহমান গাজী, অঞ্চল-৭ এর সাধারণ সম্পাদক নুরুজ্জামান কালু, অঞ্চল-৮ এর সাধারণ সম্পাদক ফরিদ বেপারী, অঞ্চল-১২ এর প্রচার সম্পাদক মিজান লিটন, অঞ্চল-১৩ এর সাধারণ সম্পাদক ফোরকান আহমেদ, অঞ্চল-১৫ এর সভাপতি মুরাদ হোসেন খান, অঞ্চল-১৫ এর সাধারণ সম্পাদক জিএম শামছুল আলম, সদর উপজেলার যুগ্ম সম্পাদক বিএম জাকির, হাফেজ মোঃ জাকির হোসেন মৃধা, রাজরাজেশ্বর ইউনিয়ন কমিটির সভাপতি এইচ.এম হাসান, সদর উপজেলার কোষাধ্যক্ষ জাকির হোসেন জিয়া, বাগাদী ইউনিয়নের সভাপতি হাফেজ হাছান খানসহ কমিউনিটি পুলিশিং এবং চাঁদপুর সদর মডেল থানার অন্যান্য কর্মকর্তা।

 

সর্বাধিক পঠিত