দীপু মনি মন্ত্রী হওয়ায় ফরিদগঞ্জে আনন্দ মিছিল
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০১৯, ১০:৩৩
নিজস্ব প্রতিবেদক


ডাঃ দীপু মনি এমপি শিক্ষামন্ত্রী হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়ে ফরিদগঞ্জে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।
গতকাল সোমবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ-সংগঠনের ব্যানারে আনন্দ মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ডাকবাংলো এলাকায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিপন, আওয়ামী লীগ নেতা মনির হোসেন, যুবলীগ নেতা ফিরোজ আলম, মাহবুবুর রহমান, প্রজন্ম লীগের টিটু প্রমুখ।