নর নারায়ণ সেবার মধ্য দিয়ে চাঁদপুর রামকৃষ্ণ আশ্রমের ৪ দিনব্যাপী কল্পতরু উৎসব সম্পন্ন
নর নারায়ণ সেবার মধ্য দিয়ে চাঁদপুর শ্রীরামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের ৪ দিনব্যাপী শুভ কল্পতরু উৎসব সম্পন্ন হয়েছে। প্রতি বছরের ন্যায় এ বছরও চাঁদপুর রামকৃষ্ণ আশ্রমে গত ১ জানুয়ারি হতে ৪ জানুয়ারি পর্যন্ত মংগলারতি, বৈদিক মন্ত্র উচ্চারণ, ভজন ও স্তোত্রপাঠ, বিশেষ পূজা, ভোগ হোম, ভজন সংগীত, পুষ্পাঞ্জলি প্রদান, জপ, ধ্যান, ধর্ম সভা, শ্রীশ্রী ঠাকুর রামকৃষ্ণ, মা সারদা, স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিসহ মন্দির প্রদক্ষিণ ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানের রামকৃষ্ণ আশ্রম ও মিশনের সাধু সন্ন্যাসীসহ প্রথিতযশা আলোচকগণ অংশগ্রহণ করেন। উৎসবে দেশ বিদেশের ভক্তবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে উঠে। প্রতি দিনই ধর্মসভা শেষে প্রসাদ বিতরণ করা হয়েছে মহা আনন্দে। গত ৪ জানুয়ারি ছিল অনুষ্ঠানের শেষ দিন। এদিন সকাল সাড়ে ১১টায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা শীর্ষক ধর্মসভায় প্রধান অতিথির ভাষণ প্রদান করেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি সৌমেন্দ্র সরকার। ঢাকা রামকৃষ্ণ মিশনের সম্পাদক শ্রীমৎ স্বামী ধ্রুবেশানন্দজী মহারাজের সভাপ্রধানে সম্মানিত অতিথিদের মাঝে বক্তব্য রাখেন চট্টগ্রাম রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সম্পাদক শ্রীমৎ স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ, বরিশাল রামকৃষ্ণ মিশনের সম্পাদক শ্রীমৎ স্বামী বিজিতাত্মানন্দজী মহারাজ, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ও রামকৃষ্ণ আশ্রমের সাবেক সভাপতি সুভাষ চন্দ্র রায়, নারায়ণগঞ্জ রণদাপ্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শ্রী মোহিত প্রধান প্রমুখ। স্বাগত ভাষণ প্রদান করেন চাঁদপুর রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী স্থিরাত্মানন্দ মহারাজ। অনুষ্ঠান পরিচালনা করেন আশ্রমের যুগ্ম সম্পাদক ইউপি সচিব নির্মল পাল ও যুগ্ম সম্পাদক অবসরপ্রাপ্ত শিক্ষক শ্যামসুন্দর মন্ডল। আগত অতিথিদের স্বাগত জানান আশ্রমের সেবাময়ানন্দজী মহারাজ, অবসরপ্রাপ্ত শিক্ষক সূর্য কুমার নাথ, দেবেষ সাহা দেবু, সুজিত চক্রবর্তীসহ আশ্রম কমিটির নেতৃবৃন্দ। পরে নর নারায়ণ সেবা (মহোৎসব) অনুষ্ঠিত হয়। মহোৎসবে ব্যাপক ভক্ত নর-নারীর উপস্থিতিতে আশ্রম প্রাঙ্গণ মিলন মেলায় রূপ নেয়। সন্ধ্যায় ভক্তিমূলক সংগীতানুষ্ঠানে বেতার ও টেলিভিশন শিল্পীরা সংগীত পরিবেশন করেন। এভাবে শেষ হয় ৪ দিনব্যাপী কল্পতরু উৎসব।