• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরজমিন হাসপাতালে চক্ষু চিকিৎসা শিবির উদ্বোধন

যার যার অবস্থান থেকে ভালো কাজে সকলকে এগিয়ে আসা প্রয়োজন : উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম

সাড়ে ৪ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা ও ৯০জনকে অপারেশনের ব্যবস্থা

প্রকাশ:  ০৭ জানুয়ারি ২০১৯, ১০:০৮ | আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ১০:১২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর সদর উপজেলার বাগাদী-নানুপুর চৌরাস্তা এলাকায় অবস্থিত চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৬ জানুয়ারি রোববার সকাল ৯টায় এ চক্ষু চিকিৎসা শিবির পরিচালনা করে জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, কুমিল্লা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চক্ষু চিকিৎসা শিবির আনুষ্ঠানকিভাবে উদ্বোধন করেন রাজশাহী মেট্টো পলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ও চাঁদপুরের কৃতী সন্তান মোঃ সাইফুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, চক্ষু আল্লাহর দান। ¯্রষ্টার সৃষ্টির মধ্যে অন্যতম অঙ্গ হলো চক্ষু। যার চক্ষু নাই তার অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সবাই নিজের চক্ষুকে যতœ নিবেন ও চিকিৎসকের পরামর্শ নিবেন। তাহলে চক্ষু ভালো ও সুস্থ থাকবে।  তিনি বলেন, আমাদের এ এলাকার মানুষের অনেক অধিকার রয়েছে। সে অধিকার নিয়ে সকলে সকলের কাছে আসবেন। তাহলে নিজেদের মধ্যে সু-সম্পর্ক তৈরি হবে। এ ধরনের আয়োজন করার জন্যে হাসপাতালের চেয়ারম্যান রোকনুজ্জামান রোকনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। কারণ, তিনি দীর্ঘদিন যাবৎ জনহিতকর কাজে জড়িত রয়েছেন। তিনি যে পরিমাণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন, তা অবশ্যই প্রশংসার দাবীদার। যার যার অবস্থান থেকে ভালো কাজে সকলকে এগিয়ে আসা প্রয়োজন। তিনি চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, আপনারা যতœ সহকারে রোগী দেখবেন। শুধু চিকিৎসা নয়, পাশাপাশি রোগীকে চক্ষু ভালো রাখার পরামর্শও দিবেন।
    চাঁদপুরজমিন হাসপাতালের চেয়ারম্যান মোঃ রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর দর্পণের সম্পাদক ও প্রকাশক, চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী। এছাড়া আরো বক্তব্য রাখেন জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, কুমিল্লার ডাঃ কাউসার আহমেদ।  
    উদ্বোধনী অনুষ্ঠানে দৈনিক আলোকিত চাঁদপুরের সম্পাদক ও প্রকাশক মোঃ জাকির হোসেন, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার বার্তা সম্পাদক মাজহারুল ইসলাম অনিকসহ অন্যরা উপস্থিত ছিলেন। উদ্বোধন উপলক্ষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নিজ গাছতলা মোহাম্মদিয়া মাদানিয়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার পরিচালক কারী মাওঃ ইমাম হোসেন। চক্ষু চিকিৎসা শিবিরে ৪জন চক্ষু বিশেষজ্ঞ সাড়ে ৪ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দেন এবং ৯০জন রোগীকে অপারেশনের ব্যবস্থা করা হয়। প্রতি ইংরেজি মাসের প্রথম রোববার এ চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়।

 

সর্বাধিক পঠিত