• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বাঘড়া বাজারে আগুন ॥ দোকান পুড়ে ভস্মীভূত

প্রকাশ:  ০৭ জানুয়ারি ২০১৯, ১০:০১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর সদর ও ফরিদগঞ্জ উপজেলার সীমান্তবর্তী বাঘড়া বাজারে অগ্নিকা-ে একটি কাপড়ের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গত ৫ জানুয়ারি শনিবার ভোর ৪টার সময় এ ঘটনা ঘটে। খবর পেয়ে চাঁদপুর (উত্তর) ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত না হলেও আগুনে প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিক মোঃ রাসেল খান। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
    স্থানীয়রা জানান, রাতে দোকান বন্ধ করে যাওয়ার পর ওই দোকানের ভেতরে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুন লাগে। পরে পার্শ^বর্তী দোকান থেকে ব্যবসায়ীরা টের পেয়ে বাজারের মসজিদের মাইকে ঘোষণা দিলে সকলে এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু ততক্ষণে আগুনে সব পুড়ে যায়। তবে সকলের চেষ্টার ফলে অন্য দোকানগুলোতে আগুনের লেলিহান শিখা এগুতে পারেনি। পাশের রিয়েল কম্পিউটার দোকান আগুনের তাপে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়।

সর্বাধিক পঠিত