• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

শাহরাস্তিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জনসহ গুরুতর আহত ৬

প্রকাশ:  ০৭ জানুয়ারি ২০১৯, ১০:০০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

শাহরাস্তিতে ট্রাক ও সিএনজি স্কুটারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৫ জনসহ ৬ জন গুরুতর আহত হয়েছে। গত ৫ জানুয়ারি শনিবার বিকেল সাড়ে ৪টায় কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের কালিয়াপাড়া ও বানিয়াচোঁ এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে আগত (ঢাকা মেট্রো-ট-১৪-৩০১৭) নম্বরের গম বোঝাই একটি ট্রাক ও সিএনজি স্কুটারের মুখোমুখি সংঘর্ষে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এতে সিএনজিতে থাকা চালকসহ ছয়জন গুরুতর আহত হয়। আহতরা হলেন : জগতপুর রসুলপুর গ্রামের আব্দুর রব (৬২), তার স্ত্রী হাছিনা বেগম (৪৫), ছেলে বিল্লাল (৩৫), বিল্লালের স্ত্রী মাকসুদা (২৫), নাতী নিয়াজ (০১) ও কাঁকৈরতলা গ্রামের সিএনজি স্কুটারের ড্রাইভার আল আমিন। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্যে উপজেলার সরকারি হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক চিকিৎসা শেষে কর্মরত চিকিৎসক মাকসুদা, বিল্লাল ও নিয়াজকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
    এ দিকে ঘাতক ট্রাকটি রাস্তার মাঝখানে পড়ে গেলে বিশাল যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ শাহআলমের নির্দেশে এসআই ওমর ফারুকসহ সঙ্গীয় ফোর্স এসে স্থানীয়দের সহায়তায় বস্তা বোঝাই গম ও ট্রাক রাস্তার অপরপাশে সরিয়ে নিয়ে যান চলাচল কিছুটা স্বাভাবিক করার চেষ্টা করলে দীর্ঘ দুই ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

 

সর্বাধিক পঠিত