• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

প্রয়াত মুক্তিযোদ্ধা রণজিত চাকীকে গার্ড অব অনার প্রদান ॥ শেষকৃত্য সম্পন্ন

প্রকাশ:  ০৭ জানুয়ারি ২০১৯, ০৯:৫৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের ফুলেল শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হয়ে শেষ বিদায় নিলেন নীরর সমাজকর্মী ও রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা রণজিত কুমার চাকী। গতকাল সকাল ১০টায় তাঁর মরদেহ চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। তাঁকে শেষবারের মতো এক নজর দেখার জন্যে ছুটে আসেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ রাজনৈতিক নেতৃবৃন্দ। তার মরদেহের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার প্রদান করেন পুলিশ বাহিনীর একটি চৌকষ দল। গার্ড অব অনার শেষে ফুলেল শ্রদ্ধা প্রদান করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ, চাঁদপুর সদর উপজেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, জেলা পূজা উদ্যাপন পরিষদ, চাঁদপুর সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক, নতুনবাজার গোপাল জিউড় আখড়া, গাঙ্গুলীপাড়া মাতৃপূজারী সংঘ, মানবকল্যাণ সংস্থা জীবনদীপসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
    প্রয়াত রণজিত চাকীর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, কৃষি বিষয়ক সম্পাদক অজয় কুমার ভৌমিক, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউছুফ গাজী, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, সাধারণ সম্পাদক অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডঃ ফজলুল হক সরকার, প্রফেসর রণজিত কুমার বণিক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার মুক্তিযোদ্ধা মহসীন পাঠান, মুক্তিযোদ্ধা ইয়াকুব মাস্টার প্রমুখ।
    এ সময় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন সন্তোষ চন্দ্র দাস, আব্দুর রশিদ সর্দার, মুনীর আহম্মদ, আলী আরশাদ মিজি, সাহির হোসেন পাটওয়ারী, মুক্তিযোদ্ধা অজিত সাহা, তপন সরকার, পরেশ চন্দ্র মালাকার, গোপাল সাহা, অরূপ কুমার শ্যাম, বিকাশ মজুমদার টিটু, মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, বিবেক লাল মজুমদার, পীযূষ কান্তি রায় চৌধুরী, মানিক দে, প্রশান্ত কুমার সেন, জহির উদ্দীন বাবর, প্রবীর পোদ্দার, ব্যাংকার মজিবুর রহমান প্রমুখ। পরে চাঁদপুর মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। এ সময় তাঁর পরিবারের সদস্যগণ ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
    উল্লেখ্য, রণজিত চাকী গত ৫ জানুয়ারি শনিবার সন্ধ্যায় চাঁদপুর শহরের গাঙ্গুলীপাড়ায় নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৭ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ বহু আত্মীয়স্বজন রেখে যান। তিনি নিঃসন্তান হওয়ায় তাঁর ভাইপো অনিক কুমার দে চাকী তার মুখাগ্নি করেন।

 

সর্বাধিক পঠিত