মুক্তিযোদ্ধা রঞ্জিত চাকীর পরলোকগমন
জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার, জেলা আওয়ামী লীগ সদস্য, বিশিষ্ট সংগঠক ও সমাজসেবক মুক্তিযোদ্ধা রঞ্জিত কুমার দে চাকী আর বেঁচে নেই। তিনি গতকাল ৫ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় শহরের গাঙ্গুলীপাড়ায় নিজ বাসভবনে পরলোকগমন করেন (দিব্যান লোকান স গচ্ছতু)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ লিভার ও কিডনী সংক্রান্ত রোগে ভোগছিলেন। রঞ্জিত চাকী স্ত্রীসহ বহু গুণগ্রাহী রেখে যান। তাঁর মৃত্যু সংবাদে এলাকাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের মাঝে শোকের ছায়া নেমে আসে। তাকে শেষবারের মত এক নজর দেখার জন্যে তাঁর বাসায় ছুটে যান চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মেয়র নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার মুক্তিযোদ্ধা মহসীন পাঠান, মুক্তিযোদ্ধা ইয়াকুব মাস্টার, জেলা আওয়ামী লীগ নেতা তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অজয় কুমার ভৌমিক, মুক্তিযোদ্ধা মুনীর আহমেদ, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, সাধারণ সম্পাদক অ্যাডঃ রঞ্জিত রায় চৌধুরী, উপদেষ্টা প্রফেসর রনজিত কুমার বণিক, পরেশ মালাকার, সহ-সভাপতি তপন সরকার, সদস্য নির্মল পাল, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ মধুসূদন কর, বাংলার মুখ জেলা সভাপতি মুক্তিযোদ্ধা অজিত সাহা, সদর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, সাধারণ সম্পাদক বিমল চৌধুরী, সহ-সভাপতি বিবেকলাল মজুমদার, সদস্য প্রশান্ত কুমার সেন, জেলা জাপার সদস্য মোঃ দেলোয়ার হোসেন খানসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ। আজ ৬ জানুয়ারি সকাল ১০টায় চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার প্রদান শেষে চাঁদপুর মহাশ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। ব্যক্তি জীবনে তিনি নিঃসন্তান ছিলেন।
হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন সংগঠনের শোক
জেলা-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপদেষ্টা, জেলা পূজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার রঞ্জিত চাকীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ পূর্বক শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, সাধারণ সম্পাদক অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সাবেক আহ্বায়ক প্রফসর রনজিত কুমার বণিক, সদস্য সচিব রাধা গোবিন্দ গোপ, চাঁদপুর কুন্ডের বাড়ি সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি চন্দনেশ্বর দত্ত চন্দন, চাঁদপুর অযাচক আশ্রমের অধ্যক্ষ সুখরঞ্জন ব্রহ্মচারী, বাংলার মুখ সাংস্কৃতিক সংগঠন জেলা সভাপতি মুক্তিযোদ্ধা অজিত সাহাসহ প্রমুখ সংগঠনের নেতৃবৃন্দ। তারা বলেন, আমরা একজন দক্ষ সংগঠককে হারালাম, তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তার সদ্গতি কামনা করছি।