ডাঃ দীপু মনি এমপির শোক
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার রনজিত চাকির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। চাঁদপুর-৩ আসন থেকে পর পর তিনবারের নির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ দীপু মনি এক বার্তায় রনজিত চাকির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
একইভাবে চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি রাজু পাটওয়ারীর পিতা সোলাইমান পাটওয়ারীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ডাঃ দীপু মনি এমপি। তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, মুক্তিযোদ্ধা রনজিত চাকি গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় মারা যান। আর ছাত্রলীগ নেতা রাজুর পিতা ইন্তেকাল করেন বৃহস্পতিবার।