• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

জীবনদীপের সহায়তায় রক্ত পেলেন এক নারী

শরীরে রক্ত থাকলেই তা দান করা যায় না, তা করতে হলে সেবার মনোভাব থাকতে হবে : অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার

প্রকাশ:  ০৬ জানুয়ারি ২০১৯, ১০:৩৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

জীবনদীপ মানব উন্নয়ন সেবামূলক সংস্থার সহায়তায় রক্ত পেলেন ৭০ বছর বয়সী এক নারী। চাঁদপুর সদর উপজেলার দক্ষিণ আশিকাটি ইউনিয়নের মৃত প্রিয়লাল দত্তের স্ত্রী মঞ্জুরাণী দত্ত রক্তশূন্যতাসহ নানা রোগে ভুগছিলেন। তার চিকিৎসার জন্যে তাকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে ডাক্তারের চিকিৎসা অনুযায়ী জরুরি ভিত্তিতে তাকে রক্ত দেয়ার প্রয়োজনীয়তা দেখা দেয়। কিন্ত তার রক্তের গ্রুপ দুর্লভ হওয়ায় রোগীর পরিবারের সদস্যরা রক্ত সংগ্রহ করতে ব্যর্থ হয়ে জীবনদীপের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সংগঠক অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদারের নিকট ছুটে আসেন। তিনি তা জানতে পেরে তাৎক্ষণিক জীবনদীপের স্বেচ্ছায় রক্তদাতাদের সাথে যোগাযোগ করলে ফরিদগঞ্জ উপজেলার সন্তোষপুর গ্রামের বাসিন্দা ঢাকা তিতুমীর কলেজের মাস্টার্সের ছাত্র মোঃ সাইফুল ইসলাম স্বল্প সময়ের মধ্যে চাঁদপুর সদর হাসপাতালে ছুটে আসেন এবং স্বেচ্ছায়  বি নেগেটিভ রক্ত দিয়ে রোগীকে সহায়তা করেন।
    এ সময় জীবনদীপের প্রতিষ্ঠাতা বিনয় ভূষণ মজুমদার বলেন, টাকা হলেই রক্ত মিলে না, আর শরীরে রক্ত থাকলেই তা দান করা যায় না। রক্তদান করতে হলে সেবার মনোভাব থাকতে হবে। তিনি বলেন, সকল মানুষকে রক্তদান করার মত মানসিকতা থাকতে হবে। রক্ত দান করার মত ভালো কাজ আর নেই। বিপদে যে সেবার মনোভাব নিয়ে পাশে দাঁড়ায় সে-ই প্রকৃত বন্ধু। তিনি সকলকে স্বেচ্ছায় রক্ত দেয়ার জন্যে বিনীত অনুরোধ জানিয়ে আরো বলেন, জীবনদীপের কার্যক্রম পরিচালনায় সকলের সহযোগিতার প্রয়োজন রয়েছে। রক্ত সংগ্রহে সহযোগিতা করেন চাঁদপুর আড়াইশ’ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের টেকনেশিয়ান মোঃ সিরাজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর কণ্ঠের চীফ রিপোর্টার বিমল চৌধুরী, জীবনদীপের সদস্য ইসমাইল খান বাদল, মোঃ আলমগীর মিজি, মোঃ মমিন গাজী, সাধন চন্দ্র দত্তসহ রোগীর পরিবারের সদস্যগণ।

 

সর্বাধিক পঠিত