• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মতলব উত্তর ও দক্ষিণের সকলকে অ্যাডঃ নূরুল আমিন রুহুল এমপির অভিনন্দন

প্রকাশ:  ০৫ জানুয়ারি ২০১৯, ০৯:৪৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ¦ অ্যাডঃ নূরুল আমিন রুহুল তাঁর নির্বাচনী এলাকার সকলকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এ নির্বাচনের জন্যে যারা নিরলস পরিশ্রম করেছেন সে সকল নেতা-কর্মী এবং কেন্দ্র কমিটির নেতৃবৃন্দকে তিনি অভিনন্দন জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সাথে বিপুল ভোটের ব্যবধানে তিনি জয়ী হওয়ায় মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার সর্বস্তরের জনগণকে তিনি অভিনন্দন জানিয়েছেন। এছাড়া ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ কাজে নিয়োজিত সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা বিভিন্ন সংস্থার সকল পর্যায়ের কর্মকর্তা ও সদস্যসহ প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তার প্রতি অ্যাডঃ নূরুল আমিন রুহুল এমপি কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন। মতলব উত্তর ও দক্ষিণকে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজমুক্ত রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

 

সর্বাধিক পঠিত