• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

সৈয়দ আশরাফের আত্মার মাগফেরাত কামনায় হাইমচরে ছাত্রলীগের মিলাদ

প্রকাশ:  ০৫ জানুয়ারি ২০১৯, ০৯:৪৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 বাংলাদেশ ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন না করে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা  সাবেক সাধারণ সম্পাদক, জনপ্রশাসন মন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের আত্মার মাগফেরাত কামনা করে হাইমচর উপজেলা ছাত্রলীগের আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
    গতকাল শুক্রবার সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন না করে মিলাদ ও দোয়া কেন হচ্ছে তা উপস্থিত নেতা-কর্মীদের সামনে  তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রনি। সৈয়দ আশরাফুল ইসলামের রুহের মাগফেরাত কামনাসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডাঃ দীপু মনি এমপির সর্বাঙ্গীণ কল্যাণ কামনা এবং দেশের মঙ্গল কামনা করে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওঃ মোঃ আলআমিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোঃ আতিকুর রহমান পাটওয়ারী, উপজেলা ছাত্রলীগ সভাপতি এসএম আল মামুন সুমন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রনি, সহ-সভাপতি আঃ রহমান, দেওয়ান মোঃ হানিফ, প্রচার সম্পাদক গাজী সুজন, কলেজ ছাত্রলীগ সভাপতি মোঃ রুবেল, সাধারণ সম্পাদক মামুন, ছাত্রলীগ নেতা আবু তালেব বাবু, মোঃ খাদেমুল ইসলাম মিসু, মোঃ মহসিন পাটওয়ারী, রাজু পাটওয়ারীসহ বিভিন্ন ইউনিট ছাত্রলীগ নেতৃবৃন্দ।