• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডঃ নূরুল আমিন রুহুল

মতলব হবে একটি শান্তিপ্রিয় এলাকা, এখানে মাদক ও চাঁদাবাজি চলবে না

প্রকাশ:  ০৪ জানুয়ারি ২০১৯, ১৪:১২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ¦ অ্যাডঃ নূরুল আমিন রুহুল বলেছেন, বৃহত্তর মতলব থেকে অবিচার, সন্ত্রাস, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহসহ সকল প্রকার অপরাধ দূর করা হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ফসল সারাদেশে আওয়ামী লীগের এ বিজয়। এ বিজয় জনগণের কাছে সরকারের দায়বদ্ধতা আরো বাড়িয়ে দিয়েছে। সরকারের কর্মকা-ে দেশের উন্নয়ন ও মানুষের আশার প্রতিফলন ঘটবে। সাধারণ মানুষ অনেক সচেতন। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণ আওয়ামী লীগকে আবার ভোট দিয়ে জয়যুক্ত করেছে। গত বুধবার মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজ মাঠ, লুধুয়া স্কুল ও কলেজ মাঠ, কালীরবাজার, দশানী-মোহনপুর উচ্চ বিদ্যালয় মাঠ, এখলাছপুর উচ্চ বিদ্যালয় মাঠ, জহিরাবাদ ইউনিয়ন পরিষদ মাঠ, ফরাজীকান্দি নতুনবাজার ও ছেংগারচর পৌর আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, মতলব হবে একটি শান্তিপ্রিয় এলাকা, এখানে মাদক ও চাঁদাবাজি চলবে না।
মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ রুহুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুসের পরিচালনায় শুভেচ্ছা বিনিময় সভায় বক্তব্য রাখের মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুর আহমদ, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি ও নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজ গভর্নিংবডির সভাপতি আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আইয়ুব আলী গাজী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোজাম্মেল হক, জাতীয় পার্টির সভাপতি কাইউম খান, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আল-মাহমুদ টিটু, দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মাহবুব প্রধান, সাধারণ সম্পাদক মমিন আলী দেওয়ান, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, ইঞ্জিনিয়ার কামরুজ্জামান খান প্রমুখ।
উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, যুবলীগ নেতা আশ্রাফুল আলম মিলন মুন্সী, নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এটি এম শহিদুজ্জামান রবি, গভর্নিংবডির সদস্য ফরিদ আহম্মদ ইত্তেফাক, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুক্তার হোসেন গাজী, আওয়ামী লীগ নেতা কাজী মিজান, শেখ ফরিদ প্রমুখ।
সভার শুরুতে নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডঃ আলহাজ্ব নূরুল আমিন রুহুলকে ফুল দিয়ে বরণ করে নেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, পৌরসভার বর্তমান ও সাবেক কাউন্সিলরবৃন্দ, উপজেলা ক্রীড়া সংস্থা, ছেংগারচর বাজার বণিক সমবায় সমিতি, উপজেলা পরিবেশক সমিতি, পৌর কমিউনিটি পুলিশিং কমিটি, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টন ঐক্য পরিষদ, দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতি, পরিবহন মালিক সমিতি, ওলামা লীগসহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্কুল ও কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

 

সর্বাধিক পঠিত