• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে : ইউএনও শারমিন আক্তার

প্রকাশ:  ০৪ জানুয়ারি ২০১৯, ১৪:১১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 বই উৎসবে মতলব উত্তর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি বিনামূল্যের পাঠ্যবই বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের পাঠ্যবই বিতরণে উদ্বোধনী আলোচনা সভায়  প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার।
ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ¦ বেনজির আহমদ মুন্সির সভাপ্রধানে ও শিক্ষক আবুল কালামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খান, একাডেমি সুপারভাইজার সাইফুল ইসলাম, প্রবীণ আওয়ামী লীগ নেতা অলি উল্লা সরকার প্রমুখ।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার বলেন, বাংলাদেশ একমাত্র দেশ যে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনামূল্যে পাঠ্যবই একই দিনে বিতরণ করে ইতিহাস সৃষ্টি করেছেন। আলোকিত নাগরিক গড়ে তোলার লক্ষ্যে শিক্ষাখাতে সরকার ভর্তুকি দিয়ে প্রতি বছর কোটি কোটি শিক্ষার্থীর হাতে বিনামুল্যে পাঠ্যবই বিতরণ করছে। ফলে এ দিনটি শিক্ষার্থীদের জন্যে উৎসবে রূপান্তিত হয়েছে।
তিনি আরো বলেন, মানসম্মত শিক্ষা ব্যবস্থার জন্যে শিক্ষক ও অভিভাবকদের সম্মলিতভাবে এগিয়ে আসতে হবে। তাহলেই মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব। ভালোভাবে লেখাপড়া করে শিক্ষার্থীদেরকে সুনাগরিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। নীতি-নৈতিকতা সম্পন্ন মানবিক মূল্যবোধের মানুষ না হলে দেশ ও জাতির কোনো উপকার হবে না।

 

সর্বাধিক পঠিত