সাংবাদিক শওকত আলী গুরুতর অসুস্থ ॥ দোয়া কামনা
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০১৯, ১৪:০৯
নিজস্ব প্রতিবেদক


দৈনিক আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি ও চাঁদপুর কণ্ঠের বিশেষ প্রতিনিধি শওকত আলী গুরুতর অসুস্থ হয়ে আড়াইশ’ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি বর্তমানে এ হাসপাতালের ৩য় তলায় কেবিন ব্লকে চিকিৎসাধীন রয়েছেন। তার এপেন্ডিসাইটিজ-এর অপারেশন হতে হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
সাংবাদিক শওকত আলী জানান, গত মঙ্গলবার রাতে তার পেটে প্রচ- ব্যথা শুরু হয়। পরদিন বুধবার সকালে তিনি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এসে ডাক্তার দেখিয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করান। এতে তার এপেন্ডিসাইটিজের সমস্যা ধরা পড়ে। এখন তার চিকিৎসা চলছে, সহসা অপারেশন হবে বলে তিনি জানান। তার সুস্থতা কামনায় তিনি সকল সাংবাদিকসহ চাঁদপুরবাসীর কাছে দোয়া চেয়েছেন।