• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

কল্পতরু উৎসবের আলোচনা সভায় স্বামী ধ্রুবেশানন্দজী মহারাজ

মনে পবিত্রতা না থাকলে ধর্ম সাধন হয় না

প্রকাশ:  ০৪ জানুয়ারি ২০১৯, ১৪:০৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর রামকৃষ্ণ আশ্রমে ৪ দিনব্যাপী কল্পতরু উৎসবের গতকাল ছিল তৃতীয় দিন। এদিন আশ্রম প্রাঙ্গণে ভোর ৫টায় শুরু হয় মঙ্গলারতি, এরপর বৈদিকমন্ত্র উচ্চারণ, ভোজন, স্তোত্রপাঠ, শ্রীশ্রী ঠাকুরের পূজা, ভোগ, ভজন সংগীত, জপ ও ধ্যান অনুষ্ঠান শেষে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিসহ মন্দির প্রদক্ষিণ ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় অনুষ্ঠিত হয় ভক্ত সম্মেলন।
ভক্ত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী ধ্রুবেশানন্দজী মহারাজ। তিনি বলেন, মনে পবিত্রতা না থাকলে ধর্ম সাধন হয় না। ধর্ম সাধন করতে হলে মনে বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস না থাকলে মনে শান্তি আসে না, কোনো কাজেও সফলতা পাওয়া যায় না। ঈশ্বর সাধনা দ্বারা মনে শান্তি লাভ করা যায়। ঠাকুর রামকৃষ্ণ ছিলেন লোভ লালসার ঊর্ধ্বে। কখনো কোনো কিছুর প্রতি লোভ করেননি। কারণ লোভই পাপ, আর পাপই তাপ। কোনো ধর্মই পাপকাজে কাউকে উৎসাহিত করেনি। ঠাকুর বলেছেন, যতো মত ততো পথ। আমাদের মত ও পথের পার্থক্য থাকলেও লক্ষ্য কিন্ত সকল ধর্মেরই এক। তাই শান্তিময় জীবন গঠনে আমাদেরকে সহনশীল হতে হবে এবং স্ব স্ব  ধর্মের প্রতি বিশ্বাস রেখে পথ চলতে হবে।  
তিনি ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের একটি বাণী উদ্বৃতি দিয়ে বলেন, যার যেমন ভাব তার তেমন লাভ, ভগবান কল্পতরু, তার কাছে যে যেমন চায় সে তাই পায়। চাঁদপুর শ্রীরামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী স্থিরাত্মানন্দ মহারাজের সভাপ্রধানে বক্তব্য রাখেন চট্টগ্রাম রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সম্পাদক শ্রীমৎ স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ, ফরিদপুর রামকৃষ্ণ মিশন ও আশ্রমের সম্পাদক স্বামী সুরবরানন্দ মহারাজ ও নারায়ণগঞ্জ রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী একনাথানন্দ মহারাজ, আশ্রমের সহ-সভাপতি পুরাণবাজার মধুসূদন উচ্চবিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক রোটাঃ সূর্য কুমার নাথ।
আশ্রমের যুগ্ম সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত শিক্ষক শ্যামসুন্দর মন্ডলের পরিচালনায় আরো বক্তব্য রাখেন পাপড়ী মন্ডল, অনিমেষ ঘোষ, দীপক ভৌমিক প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন আশ্রমের সাবেক সাধারণ সম্পাদক দেবেষ চন্দ্র সাহা দেবু। ধর্মসভা শেষে প্রসাদ বিতরণ করা হয়। বিকেলে শ্রীশ্রী ঠাকুরের, শ্রীশ্রী মায়ের ও স্বামীজীর বাণী নিয়ে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হয় মানব প্রেমিক বিবেকানন্দ শীর্ষক ধর্মসভা। ধর্মসভায় বিভিন্ন রামকৃষ্ণ আশ্রম ও মিশনের  সাধু সন্ন্যাসীসহ আমন্ত্রিত আলোচকগণ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন আশ্রমের স্বামী সেবাময়ানন্দজী মহরাজ। প্রতিটি অনুষ্ঠানেই ছিল ভক্ত অনুরাগীদের ব্যাপক উপস্থিতি।

সর্বাধিক পঠিত