• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

প্রধান শিক্ষক আহসান কবিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে মিলাদ

প্রকাশ:  ০৪ জানুয়ারি ২০১৯, ১৪:০৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুরের প্রবীণ আইনজীবী, ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম অ্যাডঃ আবুল ফজলের ছোট ছেলে, জেলা গণফোরামের সভাপতি ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আ্যডঃ সেলিম আকবরের ছোট ভাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরহুম আহসান কবিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বাদ আছর চাঁদপুর শহরের ব্যাংক কলোনীস্থ মরহুম আবুল ফজলের বাসভবনে অনুষ্ঠিত এ মিলাদ মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চান্দ্রা ছামাদিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ ও  শেরেবাংলা ছাত্রাবাস জামে মসজিদের খতিব মাওঃ আনম মহিবুল্লাহ। দোয়া মাহফিলে অংশ নেন মরহুমের বড় ভাই অ্যাডঃ সেলিম আকবর, চেয়ারম্যানঘাট জামে মসজিদের খতিব মাওঃ সাইফুদ্দিন খন্দকারসহ স্থানীয় এলাকাবাসী ও মুসল্লিগণ।
উল্লেখ্য, অত্যন্ত বিনয়ী এবং সদালাপী আহসান কবির ২০১৪ সালের ৩ জানুয়ারি পরিবারের সকলকে কাঁদিয়ে পরপারে চলে যান। মৃত্যুকালে তিনি ১ ছেলে আব্দুøল্লাহ, ১ মেয়ে সূচী ও স্ত্রীসহ অনেক আত্মীয়-স্বজন এবং শুভাকাক্সক্ষী রেখে যান। মৃত্যুর আগ পর্যন্ত তিনি আলুমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন।
রাজনীতি-ক্রিকেট দুটোতেই ভালো করার চেষ্টা করব : মাশরাফি
ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা ছিলেন এবারের নির্বাচনে বড় চমক। নৌকার প্রার্থী হয়ে ভোটে জিতে এমপি হিসেবে তিনি শপথ নিতে আসেন মুজিব কোট পরে। ক্রিকেট মাঠের নৈপুণ্যে কোটি হৃদয় জয় করা মাশরাফি বিন মুতর্জা ভোটের মাঠের লড়াইয়েও সফলতার ছাপ রেখে বলছেন, এখন দুই জায়গাতেই ভালো করার চেষ্টা থাকবে তার। বাংলাদেশ ওয়ান ডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি জাতীয় নির্বাচনে নিজের এলাকা নড়াইল-২ আসনে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয় পেয়েছেন।
বৃহস্পতিবার জাতীয় সংসদে নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে জানান তিনি। মাশরাফি সাংবাদিকদের বলেন, খেলা ও রাজনীতি দুটোই একসাথে চালিয়ে যাব। দুটোতেই ভালো করার চেষ্টা করব।
আগামী ৫ জানুয়ারি থেকে শুরু হতে চলা বিপিএলের ষষ্ঠ আসরেই এখন মনোযোগ দিচ্ছেন বলে জানান ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত এই ক্রিকেটার। নির্বাচনের মাঠে নেমেও খেলার প্রতি মনোযোগী ছিলেন মাশরাফি। গত ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ পেয়ে প্রার্থীরা নিজ নিজ এলাকায় প্রচার শুরু করলেও মাশরাফি সে সময় ব্যস্ত ছিলেন সফররত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে সিরিজ নিয়ে। ২-১ এ ওই সিরিজ জেতার পরই ভোটের প্রচারণায় নামেন তিনি। ক্রিকেটার মাশরাফি জনপ্রতিনিধি হিসেবে এলাকার মানুষের প্রতি দায়িত্ব পালনেও সচেষ্ট থাকার ঘোষণা দিয়েছেন।
গত রোববারের নির্বাচনে জয়ের পরদিন নড়াইল শহরে সাংবাদিকদের তিনি বলেছিলেন,  দায়িত্ব অনেক বেড়ে গেছে। খেলোয়াড়ি জীবনে যেভাবে করেছি এখানেও (জনপ্রতিনিধি হিসেবে) সেভাবে কাজ করার চেষ্টা করব। মাশরাফি তা পারবেন বলে মনে করছেন অনেকেই, সে কারণেই তার নির্বাচনী সভায় নৌকার এই প্রার্থীকে ‘হীরার টুকরা’ অভিহিত করেছিলেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকার সুধাসদন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নড়াইল-২ আসনের ভোটারদের শেখ হাসিনা বলেছিলেন,  মাশরাফি একটা হীরার টুকরা। একটাই হীরার টুকরা নড়াইল থেকে আমরা নিয়ে এসেছি। আবার নড়াইলে দিলাম। আপনারা ভোট দিয়ে মাশরাফিকে জয়যুক্ত করবেন। বাংলাদেশ ক্রিকেট দল আগামীতে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে ইনশাল্লাহ।
নড়াইলের জনগণও তার ওই আহ্বানে সাড়া দিয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৩৪ গুণ বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাশরাফি বিন মুর্তজা। মাশরাফি পেয়েছেন ২ লাখ ৭১ হাজার ২১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফন্ট প্রার্থী ফরিদুজ্জামান ফরহাদ ধানের শীষে পেয়েছেন ৭ হাজার ৮৮৩ ভোট।

সর্বাধিক পঠিত