সম্পত্তিগত বিরোধের জের
শাহরাস্তিতে প্রতিপক্ষের হামলায় আহত ৩
শাহরাস্তিতে সম্পত্তিগত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় তিনজন গুরুতর আহত হয়েছে। গত ২ জানুয়ারি বুধবার সকাল সাড়ে আটটায় উপজেলার কেশরাঙ্গা হাসির বাড়িতে এই ঘটনা ঘটে। হামলায় আহতরা হচ্ছে : কেশরাঙ্গা গ্রামের রওশন আরা (৬৫), ইমরান হোসেন (৪৬) ও শেখ মুজিবুর রহমান (৪৪)। আহতরা বর্তমানে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, গত ২ জানুয়ারি বুধবার সকালে কেশরাঙ্গা গ্রামের ইমরান হোসেন ও একই বাড়ির জসিম উদ্দিনদের সাথে সম্পত্তিগত বিরোধ জের ধরে মনোমালিন্য হয়। এক পর্যায়ে বুধবার সকাল সাড়ে আটটায় জসিম উদ্দিনের নেতৃত্বে কবির হোসেন, রাজু, সাখাওয়াতসহ ৭-৮ জনের একটি দল রওশন আরা, ইমরান হোসেন ও মুজিবুর রহমানের ওপর হামলা চালায়।
এ বিষয়ে ইমরানের পরিবার জানায়, আমরা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রচারণায় অংশগ্রহণ করি। এই কারণেই প্রতিপক্ষ বিএনপি সমর্থক জসিম গং আমাদের ওপর হামলা চালায়। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচার কামনা করছি।
এ বিষয়ে স্থানীয়রা জানান, দুই পক্ষের সম্পত্তিগত বিরোধ প্রায় ২০ থেকে ২৫ বছর যাবৎ চলে আসছে। অনেকবার এলাকায় সালিসি বৈঠকে সমস্যার সমাধানের চেষ্টা করা হয়।
এ বিষয়ে জসিম উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে সম্পত্তিগত বিরোধ ইমরানদের সাথে চলে আসছে। আমার বাবা মারা যাওয়ার পর পাঁচ বছর ধরে শ্বশুর বাড়িতেই বসবাস করছি। আমি রাজনীতির সাথে জড়িত নই। বাড়িতে সম্পত্তি কম থাকায় শ্বশুর বাড়িতেই বসবাস করছিলাম। ইমরান গংয়ের সাথে আড়াই শতক জায়গা নিয়েই আমাদের বিরোধ চলে আসছে। ঘটনার দিন উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
রাজনীতি-ক্রিকেট দুটোতেই ভালো করার চেষ্টা করব : মাশরাফি
ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা ছিলেন এবারের নির্বাচনে বড় চমক। নৌকার প্রার্থী হয়ে ভোটে জিতে এমপি হিসেবে তিনি শপথ নিতে আসেন মুজিব কোট পরে। ক্রিকেট মাঠের নৈপুণ্যে কোটি হৃদয় জয় করা মাশরাফি বিন মুতর্জা ভোটের মাঠের লড়াইয়েও সফলতার ছাপ রেখে বলছেন, এখন দুই জায়গাতেই ভালো করার চেষ্টা থাকবে তার। বাংলাদেশ ওয়ান ডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি জাতীয় নির্বাচনে নিজের এলাকা নড়াইল-২ আসনে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয় পেয়েছেন।
বৃহস্পতিবার জাতীয় সংসদে নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে জানান তিনি। মাশরাফি সাংবাদিকদের বলেন, খেলা ও রাজনীতি দুটোই একসাথে চালিয়ে যাব। দুটোতেই ভালো করার চেষ্টা করব।
আগামী ৫ জানুয়ারি থেকে শুরু হতে চলা বিপিএলের ষষ্ঠ আসরেই এখন মনোযোগ দিচ্ছেন বলে জানান ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত এই ক্রিকেটার। নির্বাচনের মাঠে নেমেও খেলার প্রতি মনোযোগী ছিলেন মাশরাফি। গত ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ পেয়ে প্রার্থীরা নিজ নিজ এলাকায় প্রচার শুরু করলেও মাশরাফি সে সময় ব্যস্ত ছিলেন সফররত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে সিরিজ নিয়ে। ২-১ এ ওই সিরিজ জেতার পরই ভোটের প্রচারণায় নামেন তিনি। ক্রিকেটার মাশরাফি জনপ্রতিনিধি হিসেবে এলাকার মানুষের প্রতি দায়িত্ব পালনেও সচেষ্ট থাকার ঘোষণা দিয়েছেন।
গত রোববারের নির্বাচনে জয়ের পরদিন নড়াইল শহরে সাংবাদিকদের তিনি বলেছিলেন, দায়িত্ব অনেক বেড়ে গেছে। খেলোয়াড়ি জীবনে যেভাবে করেছি এখানেও (জনপ্রতিনিধি হিসেবে) সেভাবে কাজ করার চেষ্টা করব। মাশরাফি তা পারবেন বলে মনে করছেন অনেকেই, সে কারণেই তার নির্বাচনী সভায় নৌকার এই প্রার্থীকে ‘হীরার টুকরা’ অভিহিত করেছিলেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকার সুধাসদন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নড়াইল-২ আসনের ভোটারদের শেখ হাসিনা বলেছিলেন, মাশরাফি একটা হীরার টুকরা। একটাই হীরার টুকরা নড়াইল থেকে আমরা নিয়ে এসেছি। আবার নড়াইলে দিলাম। আপনারা ভোট দিয়ে মাশরাফিকে জয়যুক্ত করবেন। বাংলাদেশ ক্রিকেট দল আগামীতে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে ইনশাল্লাহ।
নড়াইলের জনগণও তার ওই আহ্বানে সাড়া দিয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৩৪ গুণ বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাশরাফি বিন মুর্তজা। মাশরাফি পেয়েছেন ২ লাখ ৭১ হাজার ২১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফন্ট প্রার্থী ফরিদুজ্জামান ফরহাদ ধানের শীষে পেয়েছেন ৭ হাজার ৮৮৩ ভোট।