• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

তারুণ্যের অগ্রদূতের নতুন কমিটি গঠন

সভাপতি নাদিয়া, সাধারণ সম্পাদক নুরুল কাদের, সাংগঠনিক সম্পাদক রাসেল

প্রকাশ:  ০৩ জানুয়ারি ২০১৯, ০০:১৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

তারুণ্যের অগ্রদূত সামাজিক সংগঠনের ২০১৯ সালের জন্যে নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে নাদিয়া আক্তার, সাধারণ সম্পাদক পদে নুরুল কাদের ও সাংগঠনিক সম্পাদক পদে রাসেল হোসেন বেপারী নির্বাচিত হন।
    কমিটির অন্য সদস্যরা হলেন : সহ-সভাপতি এমকে মুন্না, তাপস মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক উম্মে হাবিবা, শামীম আহমেদ খান, সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াদ মাহমুদ, রাসেল মাহমুদ, কোষাধ্যক্ষ  মিঠুন চন্দ্র ত্রিপুরা, সহ-কোষাধ্যক্ষ প্রণয় ম-ল, প্রচার সম্পাদক নজরুল ইসলাম বাবু, তথ্য ও গবেষণা সম্পাদক আবির রায়, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক রিংকি হাওলাদার ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক  জয় সাহা।
    নির্বাহী সদস্য : ভিভিয়ান ঘোষ, মামুনুর রশীদ, আতাউর রহমান, রোজিনা ই নূর জাহান, অভিজিত ভট্টাচার্য্য, কাউছার আলম, মোঃ নিজামউদ্দিন, হাবিব পাটওয়ারী, মালিহা রহমান, আল আমিন তালুকদার, জিহাদুল ইসলাম, অপু রায়, পারভেজ মজুমদার, রিভা আক্তার ও সুশান্ত রায়। কার্যকরী সদস্য : দিগন্ত সাহা দীপ্ত, ফয়সল আহমেদ হৃদয়, ইমরান খান, অনুশ্রী উপাধ্যায়, নুসরাত জেরিন, সুব্রত দে, শ্রীকান্ত  রায়, সুশান্ত সাহা, সুমাইয়া দিদার শিমু, সামান্তা দিদার মারিয়া, মুক্তার হোসেন , নবনিতা কর্মকার, প্রশান্ত সরকার, সুমাইয়া তাহমীন কণা, রহিমা নিপা, আকাশ চক্রবর্তী, রাজু দত্ত, রানা দাস, শর্মিতা মিত্র, আয়েশা আক্তার, তানজিনা তাবাচ্ছুম মিম, জান্নাতুল ফেরদৌস শাহজাদী, বাসেদ শাকিল, নিজাম শেখ, ইয়াসমিন মুনমুন, নবনিতা রায়, নাবিলা করিম, তমালিকা রায় চৌধুরী ও তিশা রায়।

 

সর্বাধিক পঠিত