নতুন বই পেলো মক্তবের শিক্ষার্থীরাও
ছাত্রের মাথায় সাদা টুপি, আর ছাত্রীর মাথায় কালো হেজাব। চোখে মুখে হাসির ঝিলিক। হাতে হাতে ‘সহজ কোরআন শিক্ষা’ নতুন বই। নতুন বইয়ের সোঁদা গন্ধে উল্লসিত খুদে শিক্ষার্থীরা। নতুন বই হাতে পেয়েই নেড়ে চেড়ে দেখতে ব্যস্ত একেকজন। হঠাৎ কিছু চোখে পড়তেই পাশের সহপাঠির সঙ্গে মুখে হাত দিয়ে হাসিতে লুটিয়ে পড়ছে কেউ কেউ। আবার অনেকে বইয়ের ঘ্রাণ শুঁকে দেখছে। বছরের প্রথম দিন নতুন বই বিতরণ করা হয়েছে মক্তবের শিক্ষার্থীদের মাঝেও। গতকাল মঙ্গলবার এ নতুন বই পেয়ে পাঠ্যপুস্তক উৎসবে মেতে উঠেছে ইফার অধীনস্থ শিক্ষার্থীরা।
ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) অধীনে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (মউশিক) প্রকল্পের কেন্দ্র এবং দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে গতকাল ১ জানুয়ারি মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে বই বিতরণ উৎসব। চাঁদপুর শহরের প্রফেসরপাড়া বাইতুল আমান জামে মসজিদে মউশিকের কেন্দ্রে গতকাল মঙ্গলবার দুপুরে ইফার আয়োজনে পাঠ্যপুস্তক উৎসব ২০১৯ অনুষ্ঠিত হয়। মউশিকের চাঁদপুর জেলার ১ হাজার ১শ’ ২৮টি কেন্দ্রে এবং ১৭ টি দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণ করা হয়।
প্রফেসর পাড়ায় বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইফার ফিল্ড অফিসার মোঃ আলী আজগর। উপস্থিত ছিলেন ফিল্ড সুপারভাইজার মুহাম্মদ শামসুদ্দীন, হিসাবরক্ষক মোঃ আবদুল হালিম, মাস্টারট্রেনার মোঃ সোলায়মান, মোঃ ইউনুছ সরদার, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন মোল্লা, মোঃ ওয়ালী উল্লাহ ও চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল হোসাইন রাজু।
প্রফেসরপাড়া বাইতুল আমান জামে মসজিদের সভাপতি মোঃ হুমায়ুন কবির চৌধুরীর সভাপতিত্বে এবং মসজিদের খতিব ও মউশিকের শিক্ষক মুফতি মোঃ মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করে মউশিকের ছাত্রী জান্নাতুন নাঈম। নাতে রাসূল (সাঃ) উপস্থাপন করে রাহিমা মুশফিকা।