• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর রামকৃষ্ণ আশ্রম ও মিশনে ৪ দিন ব্যাপী কল্পতরু উৎসব শুরু

প্রকাশ:  ০২ জানুয়ারি ২০১৯, ১৩:০১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

গতকাল ১ জানুয়ারি মঙ্গলবার থেকে চাঁদপুর রামকৃষ্ণ আশ্রমে শুরু হয়েছে ৪দিনব্যাপী কল্পতরু উৎসব। এই উৎসব চলবে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত। উৎসবের শুরুর দিনের কর্মসূচি ছিলো : ভোর ৫টায় মঙ্গল আরতি, সকাল ৬টায় বৈদিকমন্ত্র উচ্চারণ, ভজন ও স্তোত্রপাঠ; সকাল ৮টায় বিশেষ পূজা, ভজন সঙ্গীত ও পুষ্পাঞ্জলি প্রদান। সকাল ৯টায় জপ ধ্যান অনুষ্ঠান, সকাল সাড়ে ৯টায় শ্রী শ্রী ঠাকুরের প্রতিকৃতি সহ মন্দির প্রদক্ষিণ ও শোভাযাত্রা; সকাল ১১টায় ধর্মীয় আলোচনা সভা। রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী স্থিরাত্মানন্দ মহারাজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগেরহাট রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ অখিলেশানন্দজী মহারাজ। বক্তব্য রাখেন কুমিল্লা রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী বিশ্বেশ্বরানন্দজী মহারাজ, প্রণবানন্দ মজুমদার ও শ্যাম সুন্দর মন্ডল। আশীর্বচন পাঠ করেন ঢাকা রামকৃষ্ণ মঠ মিশনের স্বামী অমেয়ানন্দজী মহারাজ। বিকেল সাড়ে ৩টায় শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় অধিবেশন সন্ধ্যা ৬টায় রামকৃষ্ণের জগৎ কল্যাণের আদর্শ শীর্ষক ধর্ম আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফুলগাজী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মিহির কান্তি রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বেলুরমঠ রামকৃষ্ণ মঠ অছি পরিষদ ট্রাস্টী স্বামী দিব্যানন্দজী মহারাজ, কুমিল্লা রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী বিশ্বেশ্বরানন্দজী মহারাজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জীবন কানাই চক্রবর্তী, রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী স্থিরাত্মানন্দ মহারাজ, সূর্য কুমার নাথ প্রমুখ। সবশেষে রাতে শান্তিরক্ষিতের পরিচালনায় ধর্মীয় সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া বিকেল সাড়ে ৩টায় শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সান্ধ্যকালীন ধর্ম আলোচনা সভা পরিচালনা করেন আশ্রমের যুগ্ম সম্পাদক ইউপি সচিব নির্মল চন্দ্র পাল।

সর্বাধিক পঠিত