চান্দ্রাবাজার ইয়াকুব আলী স্মারক উবিতে বই বিতরণ উৎসব
চাঁদপুর সদর উপজেলার চান্দ্রাবাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ে উৎসবমূখর পরিবেশে ২০১৯ সনের বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। নতুন বছরের প্রথম দিন সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে সরকার থেকে দেয়া নতুন পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ১২নং চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নজরুল ইসলাম (বাবুল) পাটওয়ারীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আওলাদ হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ আবু ইউছুফ শেখ।
প্রধান শিক্ষক মোঃ আওলাদ হোসেন জানান, শেখ হাসিনা সরকারের বড় সাফল্য বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেয়া। তিনি বলেন, বাংলাদেশ এখন উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। সেই সাথে আমাদের শিক্ষা ব্যবস্থারও আমূল উন্নতি হচ্ছে। একটি আলোকিত সমাজ গড়ে তুলতে সরকারের এই উদ্যোগকে আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
এ সময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা খালেদা বেগম, সিনিয়র শিক্ষক ওমর ফারুকসহ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।