• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরক্কাবাদে ৪ শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বই বিতরণ

প্রকাশ:  ০২ জানুয়ারি ২০১৯, ১২:৫৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ৪টি শিক্ষা প্রতিষ্ঠান যথাক্রমে ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়, ফরক্কাবাদ ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা, ফরক্কাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পশ্চিম সাপদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১৯ সালের বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১ জানুয়ারি মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত পৃথক আয়োজনে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়।
    প্রধান অতিথি হিসেবে বিদ্যালয়গুলোর পরিচালনা পর্ষদের সভাপতি ও ফরাক্কাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ হাসান খান বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন হাওলাদার, ফরক্কাবাদ ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ফখরুল ইসলাম, ফরক্কাবাদ সপ্রাবির প্রধান শিক্ষক সন্ধ্যা বাগচী, পশ্চিম সাপদী সপ্রাবির প্রধান শিক্ষক মাসুদা বেগম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরক্কাবাদ ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সদস্য মোঃ জহিরুল ইসলাম তালুকদার, প্রভাষক মোঃ জাহাঙ্গীর হোসাইন, মোঃ আনিসুল ইসলাম শরীফ, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সদস্য মোঃ আমিনুল আহসান গাজী, সহকারী অধ্যাপক মাওলানা মোঃ আমির হোসাইন, ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী লাইব্রেরিয়ান মোস্তফা কামাল, পশ্চিম সাপদী সপ্রাবির সহ-সভাপতি মোঃ আবু তাহের খান, সদস্য জমিস খান প্রমুখ।

 

সর্বাধিক পঠিত