উত্তর পূর্ব সাপদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ
প্রকাশ: ০২ জানুয়ারি ২০১৯, ১২:৫৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
গতকাল ১ জানুয়ারি মঙ্গলবার সারাদেশের ন্যায় চাঁদপুর সদর উপজেলার ৮৩নং উত্তর পূর্ব সাপদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ তাজুল ইসলাম মিয়াজী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজা জাহান খাতুনের সভাপ্রধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকির বহরদার। আরো উপস্থিত ছিলেন আরিফ হোসেন তালুকদার, মনির হোসেন বেপারী, ওয়াজিউল্যা তালুকদার, মনির জমাদার প্রমুখ। এছাড়া স্কুল ম্যানেজিং কমিটির সদস্য নাজমা বেগম, নূরজাহান বেগম ও মনির শেখ উপস্থিত ছিলেন। তাজুল ইসলাম মিয়াজী সাপদী আবেদীয়া জলিলিয়া মহিলা মাদ্রাসায়ও বই বিতরণ করেন।