চাঁদপুরের ৫টি আসনে নৌকার প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় সুজিত রায় নন্দীর অভিনন্দন
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের ৫টি আসনে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় ভোটারসহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকার উপর আস্থা ও বিশ্বাস রেখে যারা ভোট দিয়েছেন তাদের আমি হলফ করে বলতে পারি, আপনাদের ভোটের অমর্যাদা হবে না। আপনাদের ভাগ্যের পরিবর্তনে অতীতের মত ভবিষ্যতেও গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনা আপনাদের জন্যে কাজ করে যাবেন। বিপুল ভোটের ব্যবধানে চাঁদপুরে বেসরকারিভাবে নির্বাচিতরা হলেন : চাঁদপুর-১ (কচুয়া) ড. মহীউদ্দীন খান আলমগীর, চাঁদপুর-২ (মতলব) অ্যাডঃ নুরুল আমিন রুহুল, চাঁদপুর-৩ ( সদর-হাইমচর) ডাঃ দীপু মনি, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) সাংবাদিক সফিকুর রহমান ও চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) মেজর (অবঃ) রফিকুল ইসলাম।