চাঁদপুর-৪ আসনে সাংবাদিক শফিকুর রহমান বিজয়ী
বড় ধরনের কোনো হামলা-ভাংচুর, সহিংসতা ছাড়াই প্রায় শান্তিপূর্ণভাবে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে ফরিদগঞ্জ আসনের ১শ’ ১৮ কেন্দ্রে চূড়ান্ত বেসরকারি ফলাফলে মহাজোট তথা বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী দেশবরেণ্য সাংবাদিক ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান বিপুল ভোটে জয়লাভ করেছেন। তিনি মোট ভোট পেয়েছেন ১ লক্ষ ৭৩ হাজার ৩শ’ ৬৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী সাবেক এমপি লায়ন মোঃ হারুনুর রশীদ ধানের শীষ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩০ হাজার ৭শ’ ৯৯ ভোট। শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হওয়ায় আওয়ামী লীগ প্রার্থী জাতীয় প্রেসক্লাব সভাপতি সাংবাদিক শফিকুর রহমান তার দলীয় নেতা-কর্মী ও ফরিদগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানিয়েছেন।
এদিকে নির্বাচনে অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে ইসলামী আন্দোলনের প্রার্থী আল্লামা মুকবুল হোসাইন হাতপাখা প্রতীকে ভোট পেয়েছেন ৪ হাজার ১শ’ ৩৯ ভোট, জাকের পার্টির বাচ্চু মিয়া ভাসানী গোলাপ ফুল প্রতীকে ভোট পেয়েছেন ১ হাজার ৫শ’ ৭৯ ভোট, গোলাম মাহমুদ ভূঁইয়া মানিক মোমবাতি প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১১শ’ ৫২ ভোট, জাতীয় পার্টির মোঃ মাঈনুল ইসলাম লাঙ্গল প্রতীকে ভোট পেয়েছেন ৬শ’ ৬০ ভোট, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের এম আনিছুজ্জামান ভূঁইয়া মই প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৪শ’ ৪৩ ভোট, এনপিপি দলের দেলোয়ার হোসেন পাটওয়ারী আম প্রতীকে ভোট পেয়েছেন ৩শ’ ৫২ ভোট এবং বাংলাদেশ মুসলিম লীগের মোঃ মাহাবুবুর রহমান ভূঁইয়া হারিকেন প্রতীকে ভোট পেয়েছেন ২শ’ ৮০ ভোট। এদিকে দেশবরেণ্য সাংবাদিক ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান দেশের জাতীয় সংসদ নির্বাচনে দীর্ঘদিন পরে সাংবাদিকদের মধ্যে একমাত্র প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়লাভ করায় ফরিদগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।