নির্বাচনকালে সহিংসতা
চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাতকে বহনকারী গাড়িতে হামলা ॥ আহত ২
নির্বাচন পর্যবেক্ষণকালে হাজীগঞ্জে বিএনপি সমর্থকদের হামলায় দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত এবং চাঁদপুর কণ্ঠের হাজীগঞ্জ ব্যুরো ইনচার্জ কামরুজ্জামান টুটুল আহত হয়েছেন। গতকাল ৩০ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় হাজীগঞ্জ পৌর এলাকার টোরাগড়ে হাজীগঞ্জ পাইলট হাইস্কুলের সামনে এ ঘটনা ঘটে। এ সময় কাজী শাহাদাতকে বহন করা (অনুমোদিত) প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো গ-১৯-৭৩৯৫) ভাংচুর করে বিএনপি সমর্থকরা। একই ঘটনায় ডেইলী সানের জেলা প্রতিনিধি সেলিম রেজা ও বাংলাদেশ খবরের চাঁদপুর প্রতিনিধি মহিউদ্দিন আল আজাদ অল্পের জন্যে হামলাকারীদের হাত থেকে রক্ষা পান।
স্থানীয়দের সূত্রে জানা যায়, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে হাজীগঞ্জ পাইলট হাইস্কুল এন্ড কলেজ কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে ভোট দেয়া নিয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। তখন সেনাবাহিনী ও ম্যাজিস্ট্রেট এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও বিএনপির কিছু উচ্ছৃঙ্খল সমর্থক টোরাগড় স্বর্ণকলি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের উপর অবস্থান নেয়। কিছু সময় পর উক্ত স্থান দিয়ে ম্যাজিস্ট্রেটের গাড়ি যাওয়ার সময় বিএনপির সমর্থকরা তাঁর গাড়ির উপর ইটপাটকেল ছোড়ে। এরপর পুলিশ ও সেনাবাহিনী এসে হামলাকারীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এদিকে এ ঘটনার সময় নির্বাচন পর্যবেক্ষণে থাকা কাজী শাহাদাত প্রাইভেটকারযোগে এবং মোটরসাইকেলযোগে সাংবাদিক কামরুজ্জামান টুটুল ও মহিউদ্দিন আল আজাদ ওই স্থান অতিক্রম করছিলেন। তখন হঠাৎ করে হামলাকারীরা তাঁদের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছোড়তে শুরু করে। এতে প্রাইভেটকারটি ক্ষতিগ্রস্ত হয় এবং কাজী শাহাদাত নিজেও ইট ও গাড়ির ভাংচুরকৃত গ্লাসের আঘাতে আহত হন। এরপর তিনি চাঁদপুর জেনারেল হাসপাতালে এসে চিকিৎসা নেন।
এ বিষয়ে কাজী শাহাদাত বলেন, এ ধরনের ঘটনার শিকার আমার ৩৭ বছরের সাংবাদিকতা জীবনে এই প্রথম। সবখানে সাংবাদিকদের সম্মান দেখিয়ে পথ ছেড়ে দেয়া হয়, আর এখানে পরিচয় জানার পরও তারা আমাদের উপর ও গাড়ির উপর বৃষ্টির মতো ইটপাটকেল ছুড়েছে।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, ইট ও কাচের টুকরার আঘাতে কাজী শাহাদাত মুখম-লে আঘাত পেয়েছেন। তিনি হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছেন।