• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ড. মহীউদ্দীন খান আলমগীর

নৌকার বিজয়ে বঙ্গবন্ধুর আদর্শ, শেখ হাসিনা ও উন্নয়নের বিজয় হয়েছে

প্রকাশ:  ৩১ ডিসেম্বর ২০১৮, ১০:৩৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

গতকাল রোববার ৩০ ডিসেম্বর চাঁদপুর-১ (কচুয়া) আসনে ১শ’ ৮ কেন্দ্রে ভোটগ্রহণ শেষে ফলাফলে বিশাল ব্যবধানে নিরঙ্কুশ জয়লাভ করে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল আসার পর আওয়ামী লীগ অফিসে স্থানীয় সাংবাদিক ও উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, নৌকার বিজয়ে বঙ্গবন্ধুর আদর্শ, শেখ হাসিনা ও উন্নয়নের বিজয় হয়েছে। এ বিজয় কচুয়া উপজেলা আওয়ামী লীগ ও তার সকল সহযোগী ও অঙ্গ-সংগঠনের বিজয়। এ বিজয় সমগ্র কচুয়াবাসীর বিজয়। কচুয়াবাসী মনে করেছে, কচুয়ার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আমি তাদের বিশ^স্ত ব্যক্তি। তাই তারা বিপুল ভোটে আমাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে। আমিও তাদের বিশ^াসের মর্যাদা দিয়ে আমৃত্যু কচুয়াবাসীর উন্নয়ন ও সেবা করে যেতে চাই। এ সময় কচুয়া পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সহিদ দর্জি, দপ্তর সম্পাদক কবির হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সর্বাধিক পঠিত