• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

স্মরণকালের রেকর্ড নিরাপত্তা ব্যবস্থা

চাঁদপুর জেলায় সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও পুলিশসহ প্রায় তিনহাজার আইনশৃঙ্খলাবাহিনী ॥ আনসার প্রায় ১১ হাজার

প্রকাশ:  ৩০ ডিসেম্বর ২০১৮, ০৮:৫৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

আজকের ভোটগ্রহণ শতভাগ সুষ্ঠু ও নিরাপত্তার মধ্য দিয়ে সম্পন্ন করতে চাঁদপুর জেলার সর্বত্র সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এটিকে অতীতে যে কোনো জাতীয় নির্বাচনের সময়ের তুলনায় স্মরণকালের রেকর্ড নিরাপত্তা ব্যবস্থা বলা যেতে পারে। নির্বাচনকে কোনো ধরনের প্রশ্নবিদ্ধ অথবা বানচাল করতে কোনো মহলের হীন প্রচেষ্টা রুখে দিতে চাঁদপুরের পাঁচটি আসনেই সর্বদা প্রস্তুত রয়েছে সকল ধরনের আইনশৃঙ্খলা বাহিনী। সাধারণ ভোটাররা যাতে সকল ধরনের ভয়ভীতির ঊর্ধ্বে উঠে নির্বিঘেœ ও নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে সে প্রস্তুতি প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের রয়েছে। সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও পুলিশের সমন্বয়ে বিশাল টিম পুরো জেলাজুড়ে রয়েছে। এঁরা প্রতিকেন্দ্রে এবং কেন্দ্রের আশপাশে অবস্থান করা ছাড়াও স্ট্রাইকিং ফোর্স হিসেবেও নিয়োজিত থাকবেন।
তথ্য মতে জানা গেছে, চাঁদপুরের পাঁচটি আসনের জন্যে পুলিশ নিয়োজিত থাকবেন ১৮শ’। র‌্যাব প্রতি আসনের জন্যে নির্ধারিত ২ প্লাটুন ছাড়াও স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে তিন প্লাটুন। এ হিসেবে প্রতি প্লাটুনে ২০ জন করে মোট র‌্যাব সদস্য হচ্ছে ২শ’ ৬০ জন। সেনা সদস্য রয়েছে ৪শ’ ও বিজিবি ২শ’ ৫০ জন। এছাড়া আনসার সদস্য রয়েছে মোট ১০ হাজার ৮শ’ ৪৮ জন। এর মধ্যে ব্যাটালিয়ান আনসার অর্থাৎ অস্ত্রধারী আনসার সদস্যও রয়েছে। জেলার সকল নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণও রয়েছেন পাঁচটি আসনে  বিভক্ত হয়ে। এছাড়া প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তাগণ সর্বদা মাঠে থাকবেন। অর্থাৎ নিরাপত্তা ব্যবস্থা এমনভাবে ঢেলে সাজানো হয়েছে যে অপরাধীরা অপরাধ কর্ম করে কোনোভাবে পার পাওয়ার সুযোগ নেই।

সর্বাধিক পঠিত